বাংলা নিউজ > বায়োস্কোপ > পথে নেমে ‘We Want Justice’ স্লোগান রূপাঞ্জনা-রাতুলের, অনুরাগের ছোঁয়া টিম সহ আর কারা পথে নামলেন 'রাত দখল' করতে

পথে নেমে ‘We Want Justice’ স্লোগান রূপাঞ্জনা-রাতুলের, অনুরাগের ছোঁয়া টিম সহ আর কারা পথে নামলেন 'রাত দখল' করতে

কারা পথে নামলেন 'রাত দখল' করতে?

RG Kar- Tollywood: এদিন যে কেবল বড় পর্দার তারকারাই পথে নেমেছিলেন সেটা নয়। ছোট পর্দার একাধিক জনপ্রিয় মুখকেও তিলোত্তমার হয়ে প্রতিবাদ চেয়ে পথে নামতে দেখা যায়। রূপাঞ্জনা মিত্র থেকে সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি সহ অনেকেই এদিন রাস্তায় নামেন।

এদিন যে কেবল বড় পর্দার তারকারাই পথে নেমেছিলেন সেটা নয়। ছোট পর্দার একাধিক জনপ্রিয় মুখকেও তিলোত্তমার হয়ে প্রতিবাদ চেয়ে পথে নামতে দেখা যায়। রূপাঞ্জনা মিত্র থেকে সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি সহ অনেকেই এদিন রাস্তায় নামেন।

আরও পড়ুন: সহনাগরিকদের সঙ্গে মধ্যরাতে শহর দখলে পথে নামলেন শুভশ্রী-পার্নো-মিমিরা, তিলোত্তমার হয়ে বিচার চাইলেন ছোট পর্দার তারকারাও

এদিন কী পোস্ট করলেন ঋতব্রত মুখোপাধ্যায়?

ঋতব্রত মুখোপাধ্যায় এদিন তাঁর মাকে সঙ্গে নিয়ে রাত দখলের জমায়েতে অংশ নেন। সেখানকার একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করে তিনি এদিন লেখেন, 'সরকার-ঘনিষ্ঠ ছোট-বড়-মাঝারি-মেজো-সেজো-কচিদের দেখতে অনুরোধ করব এই ভিডিয়ো দেখার। এটা বেহালা সরশুনা বাস স্ট্যান্ডের চিত্র। রাত্রি ১টা। আমরা সকলে জমা হয়েছি, একসাথে- যতদূর ভিডিয়ো করা যাচ্ছে, শুধু ভিড়ের দৃশ্য। মানুষ রাস্তায় নেমেছে। তথাকথিত পিছিয়ে পড়া এলাকার সাধারণ মানুষ আমরা। আজ RG KAR ভাঙচুর করছ তোমরা চামচার দল। কাল আবার আমরা রাস্তায় নামব। আমার মা থাকবেন আমার সঙ্গে মিছিলে। আমি ঋতব্রত, দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা এই বেহালা সরশুনার সাধারণ বাসিন্দা। আজকের এই আন্দোলনকে কুর্নিশ জানাই। চলুক! দেখি কতদূর যেতে পারে ওরা।'

অন্যদিকে নবদম্পতি রূপাঞ্জনা মিত্রকে প্ল্যাকার্ড হাতে তাঁর বরের সঙ্গে রাস্তায় নামতে দেখা যায়। রাতুল মুখোপাধ্যায় 'we want justice' স্লোগান তোলেন মিছিল থেকে।

বাদ যাননি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অন্যান্য অভিনেতা,অভিনেত্রীরাও। কাকিয়া সায়ন্তনী মল্লিক এদিন যাদবপুরের জমায়েতে অংশ নেন। সেখান থেকে নিজের বক্তব্য তুলে ধরেন। দিব্যজ্যোতি দত্ত এদিন স্বস্তিকা ঘোষ, সহ অনুরাগের ছোঁয়ার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নিয়ে একাধিক ছবি পোস্ট করে তিলোত্তমার হয়ে প্রতিবাদ জানিয়ে। বাদ দেননি প্রতিবাদের মিছিলে পা মেলাতে। ইষ্টি কুটুম ধারাবাহিক খ্যাত রনিতা দাসও এদিন পথে নেমেছিলেন। তিনি রাত দখলের একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

অন্যদিকে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতা রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়ও এদিন রাত দখলের একটি জমায়েতে অংশ নেন। সেখান থেকে নারী নিরাপত্তা নিয়ে স্লোগান তোলেন। বাদ যাননি বিক্রম চট্টোপাধ্যায়ও।

আরও পড়ুন: 'যদি আমি ছেলে হতাম তাহলে...' ‘তিলোত্তমা’র হয়ে সুদূর মুম্বইয়ে বসে সুর চড়ালেন আয়ুষ্মান, প্রতিবাদে সরব আলিয়াও

আরও পড়ুন: 'নিরাপত্তা কোথায়? সহ্য শক্তি তলানিতে ঠেকেছে...' আরজি করের চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভ উগরালেন সিধু-কমলেশ্বর

কী ঘটেছে ১৪ অগস্ট?

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায় তিনি ধর্ষিত হয়েছেন। আর সেটারই প্রতিবাদ জানিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ১৪ অগস্ট 'রাত দখল' করেন মহিলাটা। যোগ দেন পুরুষরাও। বেঙ্গালুরু, মুম্বইতে চলে জমায়েত। আরজি কর হাসপাতালে এদিন প্রবল ভাঙচুর এবং ধস্তাধস্তি চলে।

বায়োস্কোপ খবর

Latest News

‘‌আমরা মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারি না’‌, আইনজীবীকে ধমক চন্দ্রচূড় তোমার ফোন নম্বরটা কি পাওয়া যাবে: মহিলা ভক্তের আবদার শুনে কী করলেন নীরজ চোপড়া? শুভেন্দুর পঞ্চবাণে জর্জরিত 'মুখ্যমন্ত্রীর চিকিৎসক'! দেবেন কি পাঁচ প্রশ্নের উত্তর সেরা একাদশ বাছবেন কীভাবে? মিডল অর্ডার থেকে ম্যাচ জয়ের গুরুত্ব মুখ খুললেন রোহিত ঠাকুমাকে দেখে হাত নেড়ে কত কথাই না বলল ছোট্ট রাহা, নাতনিকে দেখে কী করলেন নীতু? এবারের বিগ বস থিম ‘টাইম কা তাণ্ডব’! প্রথম প্রতিযোগী হিসেবে নাম এল এই ‘নাগিন’-এর ভাদ্র মাসের পূর্ণিমা শুরু হয়েছে, থাকবে আর কতক্ষণ? দেখে নিন তিথি, চন্দ্রোদয়ের সময় শিলিগুড়ি–সিকিমের পথে নামল ভয়ঙ্কর ধস, মূল লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক বিচ্ছিন্ন CBIএর স্টেটাস রিপোর্ট যে তথ্য রয়েছে তা ভয়ঙ্কর, আরজি কর কাণ্ডে বলল সুপ্রিম কোর্ট সত্যি কি ২৭ মিনিটের ফুটেজ দেয় পুলিশ? কথা ঘুরিয়ে CBI-এর ঘাড়ে দোষ চাপালেন সিব্বল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.