গেম চেঞ্জার, কিয়ারা এবং রামচরণ অভিনীত এই নতুন সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ১০ জানুয়ারি। এ শংকর পরিচালিত এই সিনেমাটি হতে চলেছে বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির মেলবন্ধন। সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজিত পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই।
সম্প্রতি এই সিনেমার আরও একটি নতুন গান মুক্তি পেল ইউটিউবে। ‘নানা হায়রানা’ নামের এই গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই জনপ্রিয় হয়েছে। গানটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে রামচরন লেখেন, বছরের মেলোডি!!!! ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রিয় গান গুলির মধ্যে এটি অন্যতম। এটি সত্যিই একটি দারুণ একটা অভিজ্ঞতা তৈরি করেছে।
আরও পড়ুন: নাগার নামের গায়ে ছোঁয়ানো হলুদে রাঙা শোভিতা! ওদিকে প্রিয়জনকে হারিয়ে ঢুকরে কাঁদলেন সামান্থা
আরও পড়ুন: বাংলাদেশকে বাই বাই, তপন সিংহের কালজয়ী ছবি দিয়ে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব
গানের দৃশ্যে দেখা যাচ্ছে রাম এবং কিয়ারা একে অপরের সঙ্গে রোমান্স করতে ব্যস্ত। দুজনেই পরে রয়েছেন রঙিন পোশাক। তবে গানটির সম্পূর্ণ কোরিওগ্রাফি এখনও প্রকাশিত হয়নি Youtube এ, যদিও যেটুকু প্রকাশিত হয়েছে তাতেই বোঝা যাচ্ছে গানটি ভীষণ ভালো হতে চলেছে।
ইউটিউবে এই গানটি মুক্তি পাওয়ার পরেই এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ!! সুর এবং কন্ঠ খুব সুন্দর।’ অন্য একজন লিখেছেন, ‘কিয়ারাকে এই পোশাকে দুর্দান্ত দেখতে লাগছে।’ অপর একজন লিখেছেন, ‘গ্রান্ড ভিজুয়াল!! রঙের বিস্ফোরণ।’ আবার একজন মন্তব্য করে লিখেছেন, ‘গেম চেঞ্জারের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বিনয় বিদ্যা রাম - এর পরে আবার এই সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রামচরণ এবং কিয়ারাকে। যদিও ওই সিনেমাটি একেবারেই ফ্লপ ছিল কিন্তু এই জুটির রসায়ন ভীষণ পছন্দ করেছিলেন সাধারণ দর্শক।
‘গেম চেঞ্জার’ সিনেমাটি একটি রাজনীতির প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যা একজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসারের ব্যক্তিগত জীবনের কথা বলে। এই সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন থামন এস।
আরও পড়ুন: ‘প্রেগন্যান্ট হলে মারাও যেতে পারি…’, ভুগছেন বিরল রোগে, কোনওদিন মা হতে পারবেন না শার্লিন চোপড়া!
আরও পড়ুন: 'যাকে ৯ মাস গর্ভে ধারণ করেছো…', মেয়েকে নিয়ে দীপবীর, নিয়াঙ্কার পথেই হাঁটবেন কাঞ্চন-শ্রীময়ী?
সিনেমার আরও দুটি গান জারাগানদি এবং রা মাছ মাছ, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষের থেকে। আগামী ১০ জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন এই সিনেমাটি দক্ষিণ ভারতীয় ভাষা এবং হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পাবে।