গত শনিবার লখনউ শহরে মুক্তি পেল এস শংকর পরিচালিত ‘গেম চেঞ্জার’ সিনেমার টিজার। অনুষ্ঠানে রাম চরণ পরেছিলেন একটি কালো রঙের পোশাক এবং কিয়ারা পরেছিলেন একটি ফ্লোরাল ড্রেস। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মন থেকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা।
৩ ভিন্ন অবতারে রামচরণ
সিনেমার টিজার শুরু হয় রাম চরণকে দিয়ে। রাম চরণের চরিত্রটি খুবই শান্ত কিন্তু যখন তিনি রেগে যান তখন তিনি কাউকে মানেন না। সিনেমাটিক যে অ্যাকশন ভিত্তিক সিনেমা, তা বেশ বোঝাই যাচ্ছে টিজার দেখে। তবে এই সিনেমায় রামচরনের তিনটি ভিন্ন অবতার দেখা গেছে। একটি কলেজ স্টুডেন্ট, অন্যটি মধ্য বয়স্ক এবং শেষ অবতারটি একজন রাজনৈতিক নেতার।
(আরও পড়ুন: মাত্র সপ্তাহখানেক বয়স, এখনই কাকে খুঁজছে কাঞ্চন-কন্যা কৃষভি? ফাঁস করে শ্রীময়ী লিখলেন...)
রামচরণ এবং কিয়ারার দ্বিতীয় সিনেমা
রাম চরণ এবং কিয়ারা এর আগে ‘বিনয় বিদ্যা রাম’ নামক একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি ফ্লপ হয়েছিল বক্স অফিসে কিন্তু রাম চরণ এবং কিয়ারার জুটি বেশ ভালো লেগেছিল ভক্তদের।
সিনেমার পরিচালক লখনউ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। X হ্যান্ডেলে সকলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ আমি সকলকে মিস করব। চেন্নাইয়ে এডিটিং-এর কাজের জন্য আমি পৌঁছাতে পারলাম না অনুষ্ঠানে। সঠিক সময় বড় পর্দায় সিনেমাটি আনার জন্য এখন পরিশ্রম করতে হবে আমাকে।’
(আরও পড়ুন: বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা মৌলবাদীদের, প্রতিবাদে গর্জে উঠে তসলিমা বললেন, 'সন্ত্রাসবাদের ডাক দিয়েছে')
এই সিনেমাটি পরিচালক এস শঙ্করের প্রথম তেলেগু সিনেমা। আগামী ১০ জানুয়ারি এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন থামন এস। এই সিনেমাটি দক্ষিণ ভারতীয় ভাষায় এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে গোটা ভারতবর্ষ জুড়ে।