সম্প্রতি এক কসমেটিক সার্জেন বিশ্বের সেরা ১০ সুদর্শন পুরুষ সেলিব্রিটিদের নাম তুলে ধরেছেন গোল্ডেন রেশিওর মাধ্যমে। এই তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের একাধিক নামিদামি তারকা, স্থান পেয়েছেন শাহরুখ খানও।
হার্লে স্টিট ফেসিয়াল কসমেটিক সার্জেন্ট ডক্টর জুলিয়ান সি সিলভা এই তালিকা প্রকাশ করেছেন সম্প্রতি। কম্পিউটারাইজ ম্যাপিং কৌশল ব্যবহার করে তিনি এই তালিকা তৈরি করেছেন। এই তালিকা তৈরি করার জন্য তিনি ব্যবহার করেছেন গোল্ডেন রেশিও।
গোল্ডেন রেশিও কী?
গোল্ডেন রেশিও হল একটি গাণিতিক সমীকরণ যা গ্রীকরা সৌন্দর্য পরিমাপের জন্য তৈরি করেছিল। ডক্টর ডি সিলভার মতে, লিওনার্দো দা ভিঞ্চি তাঁর বিখ্যাত রচনায় নিখুত মানব পুরুষ দেহ তৈরি করার জন্য এই রেশিও ব্যবহার করেছিলেন।
(আরও পড়ুন: দু-হাতে ঢাকা স্তন! মা দুর্গার সামনে শরীর প্রদর্শন করে কটাক্ষের মুখে মডেল, 'প্রতিবাদের নামে এসব কী?' প্রশ্ন নেটপাড়ায়)
ডক্টর ডি সিলভা যে তালিকাটি প্রকাশ করেছেন সেই তালিকায় যাদের নাম রয়েছে তাঁরা হলেন
অ্যারন টেলর-জনসন - ৯৩.০৪%
লুসিয়েন ল্যাভিসকাউন্ট - ৯২.৪১%
পল মেসকাল - ৯২.৩৮%
রবার্ট প্যাটিসন - ৯২.১৫%
জ্যাক লোডেন - ৯০.৩৩%
জর্জ ক্লুনি - ৮৯.৯%
নিকোলাস হোল্ট - ৮৯.৮৪%
চার্লস মেল্টন - ৮৮.৪৬%
ইদ্রিস এলবা - ৮৭.৯৪%
শাহরুখ খান – ৮৬.৭৬%
(আরও পড়ুন: বক্স অফিসে দেবের টেক্কাকে হারিয়ে দিল বহুরূপী! সপ্তমী পর্যন্ত কার আয় কত? জানুন)
শাহরুখ খান, যিনি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা তিনি ৫৮ বছর বয়সেও যেভাবে নিজেকে ধরে রেখেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এই তালিকায় শাহরুখ খানের নাম অনেক ওপরের দিকে থাকতে পারত, কিন্তু নাকের আকৃতির কারণে তিনি দশম স্থান অধিকার করেছেন।
এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন অ্যারন টেলর-জনসন। তাঁর মুখের আকৃতি সম্পূর্ণ নিখুঁত হতে প্রয়োজন ছিল ০.৮%। তাঁর নাকের প্রস্থ এবং দৈর্ঘ্য একেবারে নিখুঁত। চিবুক ৯৫ শতাংশ নিখুঁত।