স্টার জলসায় শুভ বিবাহ ধারাবাহিকের পর আবার নতুন একটি মেগা আসছে। নাম তেঁতুলপাতা। কিছুদিন আগেই কিছুটা ঝলক প্রকাশ্যে এসেছিল। কিন্তু সেখানে বোঝা যায়নি কেন ধারাবাহিকের এই নাম। এবার সেটাই স্পষ্ট হল ট্রেলার থেকে।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ২২ বছর পার, এখনও 'স্ট্রাগল' করে যাচ্ছেন নেহা! বললেন, 'দক্ষিণ থেকে ডাক এলেও, বলিউড...'
তেঁতুলপাতা ধারাবাহিকের ট্রেলার
কথায় বলে যদি হও সুজন তেঁতুলপাতায় নজন। আর গৌরব চট্টোপাধ্যায়ের দিদির শ্বশুরবাড়ির নাম হচ্ছে এই তেঁতুলপাতা। সেখানে সবাই মিলেমিশে থাকে। আর এই বাড়িতে আসার সময়ই গৌরবের সঙ্গে দেখা হয় ঋতব্রতার। থুড়ি ঝিল্লি চৌধুরীর। সে বিয়ের পিঁড়ি থেকে পালাচ্ছে খালি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে। দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ প্রাণবন্ত। নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চায়। অন্যদিকে গৌরব বেশ চুপচাপ। কিন্তু কেন সেটা স্পষ্ট নয়।
অন্যদিকে তাঁরা যখন শিমূলপুরায় নামে তখন জানা যায় তেঁতুলপাতা বাড়ির ৩ বাচ্চা পালিয়েছে। তাদের খুঁজছে বাড়ির লোক। আর সেই সময়ই স্টেশনে দিদির শ্বশুরবাড়ির সবার সঙ্গে দেখা হয় গৌরবের। তারা তাঁকে কংস মামা বলে ডেকে ওঠে। আর এমন সময়ই ঝিল্লি এসে ওঁর সঙ্গে ধাক্কা খায়। এই অবস্থায় কী করে দুজনের সম্পর্ক গড়ে ওঠে বা জীবন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
এখানে গৌরব, ঋতব্রতা ছাড়াও আছেন দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায় চৌধুরী। তবে কবে কখন থেকে এই মেগা শুরু হবে জানা যায়নি।
আরও পড়ুন: সা রে গা মা পা -এ তন্ময় বসুর প্রশংসা কৌশিকীর, পণ্ডিত অজয় - কন্যার আবদারে গাইলেন গান
আরও পড়ুন: 'হাফেরও কম দেখে বেরিয়ে এলাম...' কল্কি ২৮৯৮ এডির সমালোচনা ইমনের, রিভিউ দিতেই কটাক্ষের মুখে গায়িকা
কে কী বলছেন?
অনেকেরই মনে হয়েছে এই মেগার ঝলকের সঙ্গে জব ইউ মেটের মিল আছে। কারও আবার জয় জয়ন্তী সিনেমার সঙ্গে মিল রয়েছে বলে মনে হয়েছে। কেউ আবার দাবি করেছেন এই সিরিয়ালকে যেন রাত সাড়ে ৯ টার স্লটে দেওয়া হয়।