টলিপাড়ায় আজকাল কান পাতলেই শোনা যায়, উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় নাকি প্রেম করছেন। তাও আবার নিজের তেঁতুলপাতা সিরিয়ালের নায়িকা ঋতব্রতার সঙ্গে। যদিও সে গুজব মিথ্যে বলে জানিয়ে দিয়েছেন গৌরব ও ঋতব্রতা দুজনেই। তবে চর্চা কী আর থামে! এরই মাঝে তেঁতুলপাতার নতুন প্রোমো দেখে তো রীতিমতো দর্শকদের চক্ষুস্থির।
আপাতত গল্পে দেখা যাচ্ছে, বাচ্চাদের কাস্টেডি নিয়ে আদালতে চলছে মামলা। আর ঋষি ও ঝিল্লিকে প্রমাণ করতে হবে, তাঁদের মধ্যে মোটেও নেই কোনো ঝগড়া। বরং, একে-অপরের প্রেমে যাকে বলে খাচ্ছেন বাহুডুবু। আর এই কাজের জন্য রাখা হয়েছে একজনকে, নাম পূবালী। এই চরিত্রে কাজ করছেন নিম ফুলের মধু-র কৃষ্ণা দত্ত ওরফে অরিজিতা।
সে যাই হোক, প্রোমোতে দেখা যাচ্ছে ‘অবজারভার ম্যাডাম’-এর থেকে বাঁচতে ঋষির কাছে ছুট্টে যায় ঝল্লি। শুধু তাই নয়, গিয়ে দুই গালে লাগিয়ে দেয় আবির। এদিকে খালি গায়ে,শুধু তোয়ালে পরে থাকা ঋষি তো অবাক! বলে ওঠে, ‘হোয়াট দ্য হেল’। তাতে ঝিল্লি ইশারায় দেখায় পূবালীকে। বলে, ‘অবজারভার ম্যাডাম। আমরা যদি কোনো ভুল করি, তাহলে বাচ্চাদের কাস্টেডি পাওয়া যাবে না।’ এই শুনেই ঋষি টেনে ধরে ঝিল্লিকে। গালে গাল ঘষে লাগিয়ে দেয় রং।
নতুন প্রোমো আসতেই, যাকে বলে উৎসাহে টগবগিয়ে ফুটছে তেঁতুলপাতার দর্শকরা। একজন লিখলেন, ‘সো হট ঋষি! উফফ এরকম রোম্যান্টিক সিন আরও চাই’। অপরজন লেখেন, ‘কারা যেন গৌরবকে বুড়ো বলে। দেখে যাক এটা’। আরেকজন লিখলেন, ‘এটা দেখে আমার মাথা খারাপ হয়ে যাবে। উফফফ কবে টেলিকাস্ট হবে এই এপিসোডটা’।
এর আগে দেবলীনার সঙ্গে বিয়েতে চলা সমস্যার খবর, একপ্রকার উড়িয়ে দিয়েছিলেন গৌরব। এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘ছোট পর্দায় অভিনয়ের দৌলতে এমনিতেই দিনে ১৫ ঘণ্টা স্টুডিয়োয় থাকতে হয়। ফলে, এক সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ এমনিতেই পাই না। দেবলীনা সে সব মেনে নিয়েছে। নতুন করে দূরত্ব তৈরি হওয়ার আর সুযোগ কই?’
আসলে গৌরবকে ফেলে, দেবলীনা তাঁর মা-বাবার সঙ্গে ছুটি কাটাতে যেতেই, শুরু হয়েছিল এসব। একইসঙ্গে ঋতব্রতার সঙ্গে প্রেম-চর্চা নিয়ে গৌরব বলেছিলেন, যেহেতু কাজের জন্য দিনের অধিকাংশ সময় তাঁরা একসঙ্গে এক জায়গায় থাকেন, ফলে তাঁদের কথা হাওয়াটা বা আড্ডা দেওয়াটা খুবই স্বাভাবিক। আর এটুকু না থাকলে, পর্দায় রসায়ন ফুটিয়ে তোলাটাও অসম্ভব।