নতুন বছরে নেটফ্লিক্সে আসতে চলেছে নতুন নতুন সিনেমা। আর মাধবন অভিনীত আপ জেইসা কোই-এর টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেল মাধবন অভিনীত আরও একটি সিনেমার টিচার। ক্রিকেট ভিত্তিক সিনেমা টেস্টের টিজার দেখলে মুগ্ধ হতে হবে আপনাকে।
ক্রিকেট ভিত্তিক সিনেমা টেস্ট - এ মাধবন ছাড়া অভিনয় করেছেন নয়নতারা, সিদ্ধার্থ, মীরা জেসমিন এবং অন্যান্যরা। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। আপাতত রিলিজ হয়েছে টিজার।
আরও পডুন: ত্রিবেণী সঙ্গমে ডুব, গেরুয়া বসনে প্রয়াগরাজের মহাকুম্ভে রচনা, সঙ্গে কারা?
কী দেখানো হয়েছে টিজারে?
টিজারে এমন একটি ছেলেকে দেখানো হয়েছে যার গোটা জীবনটাই ক্রিকেটকে ভিত্তি করে তৈরি হয়েছে। জীবনের বিভিন্ন সময়ে তিনি নিয়ম মেনে চলেন, সেটাই বোঝা যাচ্ছে টিজারে থাকা ভয়েজ ওভার থেকে। সিনেমায় মাধবনের চরিত্রের নাম সারা, নয়ন তারা অভিনয় করেছেন কুমুদা নামক চরিত্রে যিনি মাধবনের স্ত্রী। অন্যদিকে সিদ্ধার্থ হলেন একজন ক্রিকেট টেস্ট প্লেয়ার, যার নাম অর্জুন। অর্জুনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মীরা, নাম জেসমিন।
গোটা গল্পটি চেন্নাইয়ের ঐতিহাসিক ইন্টারন্যাশনাল ক্রিকেট টেস্ট ম্যাচের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই টেস্ট ম্যাচকে ঘিরে গড়ে ওঠা এই চারটে মানুষের গল্পই দেখানো হয়েছে সিনেমায়। কীভাবে একটা টেস্ট ম্যাচ জীবনের সবথেকে কঠিনতম সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কেনই বা নিতে হয় সিদ্ধান্ত, দেখা যাবে সিনেমায়।
সিনেমাটি পরিচালনা এবং প্রযোজনা করেছেন এস শশীকান্ত, যার এটি প্রথম পরিচালিত সিনেমা হতে চলেছে। চিত্রনাট্য লিখেছেন সুমন কুমার, যিনি ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখে জনপ্রিয় হয়েছেন।তবে সিনেমাটি হিন্দি ভাষায় নয় বরং তামিল ভাষায় তৈরি করা হয়েছে।
আরও পডুন: গানের সুরে ১০০ কৌরবের নাম শোনালেন যুবক! কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া বলছে, 'কুর্নিশ!'
সিনেমার টিজার পোস্ট করে নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে, জীবন একটা খেলা!! TEST হল এমন একটি গল্প যা জীবনের প্রত্যেকটি যুদ্ধের কথা তুলে ধরে। আর মাধবন, নয়ন তারা, সিদ্ধার্থ, মীরা জেসমিনকে একসঙ্গে পেয়ে আমরা ভীষণভাবে আপ্লুত। ক্রিকেটের এই গল্প প্রত্যেকের পছন্দ হবে। এই অসাধারণ সিনেমাটিকে সকলের কাছে তুলে ধরার সুযোগ পেয়ে সত্যিই আমরা ভীষণ খুশি।