ট্রেলার মুক্তি পেতেই বিতর্ক ঘিরে ধরেছে ‘থ্যাঙ্ক গড’কে। আইনি জটেও নাম জড়িয়েছে ছবির। এর মাঝেই বৃহস্পতিবার নির্মাতারা সামনে আনল ছবির নতুন ট্রেলার। জীবন-মৃত্যুর মাঝে ঝুলে রয়েছে গাড়ি দুর্ঘটনায় গভীরভাবে আহত অয়ন (সিদ্ধার্থ)। এরপর যমলোকে উপস্থিত সে। মুখোমুখি হবে চিত্রগুপ্তের (অজয় দেবগণ), অয়ন জীবন এবং কর্মফল নিয়ে জ্ঞান দিতে দেখা গেল অয়নকে।
চিত্রগুপ্ত প্রস্তাব রাখে, তাঁরা একটা খেলা খেলতে চলেছে। আজকাল ‘যমলোক’-তেও গেম শো চালু হয়েছে কিনা বিস্ময়ের সুরে জানতে চায় অয়ন ওরফে সিদ্ধার্থ। পালটা ইঙ্গিতে জবাব আসে, যমলোকে এসে কেবিসি-র আইডিয়া পৃথিবীতে নিয়ে গিয়েছেন বিগ বি। চিত্রগুপ্ত বলেন, ‘গেম শো-তো এখানেই শুরু হয়েছিল। আপনাদের সুপারস্টার আছেন না….উনি গেম খেললেন, জিতলেন এবং ফিরে গেলেন। কিন্তু উনি আমাদের আইডিয়াটা চুরি করলেন। এরপর নিজের গেম শো শুরু করলেন নীচে গিয়ে। নামটা যেন কী….’। যমদূত অমনি বলে ওঠে, ‘কেএমসি’। সিদ্ধার্থ সেই ভুল শুধরে দিতে চায়, কিন্তু পরবর্তী দৃশ্যেই হাসপাতালে অপারেশন টেবিলে শুয়ে থাকতে দেখা যায় চেতনাহীন সিদ্ধার্থকে।
এই ছবিতে অয়নের পাপ-পুণ্যের হিসাব করতে বসেছেন ‘চিত্রগুপ্ত’ অজয় দেবগণ। ‘গেম অফ লাইফ’ (জীবনের খেলা)-তে যোগ দিতে হবে সিদ্ধার্থকে। এই খেলায় জিতলে তবেই জীবন ফিরে পাবে সে, না হলে মৃত্যু নিশ্চিত।
ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে সিদ্ধার্থের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রকুল প্রীত সিং-কে। ‘আইয়ারি’র পর আবারও একসঙ্গে এই জুটি। আগামী ২৫শে অক্টোবর অর্থাৎ দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।