বাংলা নিউজ > বায়োস্কোপ > The Archies: টাইগার ৩-এর লেকে প্রভু কা নামের পর ফের ডান্স নম্বর গাইলেন অরিজিৎ, মুক্তি পেল দ্য আর্চিজের ইন রাহো মে

The Archies: টাইগার ৩-এর লেকে প্রভু কা নামের পর ফের ডান্স নম্বর গাইলেন অরিজিৎ, মুক্তি পেল দ্য আর্চিজের ইন রাহো মে

মুক্তি পেল দ্য আর্চিজের নতুন গান ইন রাহো মে

The Archies-In Raahon Mein: অবশেষে মুক্তি পেল দ্য আর্চিজ ছবির নতুন গান ইন রাহো মে। অরিজিৎ সিং গেয়েছেন এই গানটি।

কিছুদিন আগেই আবু ধাবির কনসার্টে দ্য আর্চিজ ছবির অপ্রকাশিত গান ইন রাহো মে গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং। এবার সেই গানই মুক্তি পেল। সুহানা খান, খুশি কাপুর অভিনীত এই ছবিটির গানটি এদিন লঞ্চ করা হল।

দ্য আর্চিজ ছবির গান ইন রাহো মে

দ্য আর্চিজ ছবির নতুন গান ইন রাহো মে সদ্যই মুক্তি পেয়েছে। এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ইতিমধ্যেই প্রায় কুড়ি হাজার ভিউজ পেয়ে গিয়েছে গানটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই।

আরও পড়ুন: পুরনো বন্ধুকে দেখেই চুমু, করলেন খুনসুটিও, দেখুন IFFI-এ সলমন-সাংবাদিকের মজার ভিডিয়ো

আরও পড়ুন: 'ধর্ষকদের আবার দিবস কিসে?' পুরুষ মাত্রেই অত্যাচারী-নির্যাতক? তসলিমার পোস্ট ঘিরে হইচই!

গানটির লিরিক্স লিখেছেন জাভেদ আখতার, গেয়েছেন অরিজিৎ সিং। গানটি কম্পোজ করেছেন শঙ্কর এহসান লয়। দুর্দান্ত কোরাস রয়েছে এই গানে। প্রিয়জনদের সঙ্গে জীবন উপভোগের মুহূর্তগুলোকে তুলে ধরা হয়েছে এই গানে।

দ্য আর্চিজ ছবির প্রসঙ্গে

দ্য আর্চিজ ছবিটির পরিচালনা করেছেন জোয়া আখতার। এটি আদতে একই নামের একটি কমিক বইয়ের গল্পের ভিত্তিতে বানানো হয়েছে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন একাধিক স্টার কিড। এঁদের অন্যতম হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। সঙ্গে আছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, জাহ্নবী কাপুরের বোন এবং শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর। গল্পটি আবর্তিত হবে আর্চি এবং তাঁর বন্ধুদের জীবনকে ঘিরে। অগস্ত্যর চরিত্রের নাম আর্চি অ্যান্ড্রু, অন্যদিকে ভেরোনিকা লজের চরিত্রে থাকবেন সুহানা খান। খুশি কাপুরের নাম বেট্টি কুপার। আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। তবে বড় পর্দায় নয় বরং ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এটি।

বন্ধ করুন