বাংলা নিউজ > বায়োস্কোপ > The Bong Guy: ‘মেয়েদের বডি পার্ট নিয়ে জোক বলাটা কমেডি না …’, আর জি কর কাণ্ড থেকে শিক্ষা, বড় সিদ্ধান্ত ‘বং গাই’ কিরণের

The Bong Guy: ‘মেয়েদের বডি পার্ট নিয়ে জোক বলাটা কমেডি না …’, আর জি কর কাণ্ড থেকে শিক্ষা, বড় সিদ্ধান্ত ‘বং গাই’ কিরণের

‘মেয়েদের বডি পার্ট নিয়ে জোক বলাটা কমেডি না …’, বড় সিদ্ধান্ত ‘বং গাই’ কিরণের

The Bong Guy: ‘রোস্টিং এর নামে মেয়েদের বডিশেম করাটা বন্ধ হওয়া প্রয়োজন’, ভিউজ কম এলেও চিন্তা নেই। ভবিষ্যতে আর এমন কোনও জোক বলতে রাজি নন কিরণ যা মেয়েদের জন্য অসম্মানের। অন্য ক্রিয়েটার ভাইদের কাছেও রাখলেন বিশেষ আর্জি! 

বাংলার এক নম্বর ইউটিউবার তিনি। প্রতিবাদের মঞ্চেও একদম প্রথম সারিতে ‘দ্য় বং গাই’ কিরণ দত্ত। আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে শুরু থেকে সরব কিরণ। কোনও দলের পক্ষপাতিত্বের ধার ধারেননি। দোষীরা শাস্তি পাক, নির্যাতিতা বিচার পাক- এই দাবিতেই সোচ্চার হয়েছেন কিরণ।

আর জি করের ঘটনা নিয়ে ভিডিয়ো বানিয়ে পয়সা রোজগারের ধান্দা করছেন, এই কটাক্ষের জবাব আগেই দিয়েছিলেন বাংলার এক নম্বর সমাজমাধ্যম প্রভাবী। বলেছিলেন, ‘অভয়া’কে নিয়ে তৈরির সমস্ত ভিডিয়োর মনিটাইজেশন বন্ধ করা রয়েছে। বুধবার ফেসবুকে বড় সিদ্ধান্তের কথা জানালেন কিরণ।

‘দ্য বং গাই’ জানান অগস্ট মাসটা তাঁকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। কমেডির ভাবনা তাঁর মনে আসছে না। সেই কারণেই কাজে ফিরতে পারছেন না। রোস্টিং ভিডিয়ো বানিয়ে ফেমাস হওয়া কিরণ জানান, এবার থেকে তিনি কমেডির পাশাপাশি আরও অনেক কিছু নিয়ে ভিডিয়ো বানাবেন। সমাজের যে সকল বিষয় নিয়ে আওয়াজ তোলার দরকার, আলোচনার দরকার- সেই সকল বিষয় জায়গা করে নেবে তাঁর ভিডিয়োয়।

কিরণ আৎও জানান, ‘কিছু সিদ্ধান্ত নিয়েছি। কমেডি ভিডিও এর পাশাপাশি আমি অনেক কিছু নিয়ে আমার ভিডিও তে আলোচনা করবো যা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন আমাদের সমাজে। জানি কম মানুষ দেখবে,ভিউস কম হবে তবে শান্তি পাবো। এভাবে একদিন একদিন করেই লড়ে যেতে হবে একটু ভালো ভবিষ্যতের জন্য। আমি ভাবতাম আমার থেকে মানুষ শুধু কমেডিই চায় তবে আমি ভুল ছিলাম। তাই লড়াই থামিয়ে দিলে চলবে না। লড়াই চলবে।’

‘দ্য বং গাই’ আরও একটা অনুরোধ করেন সকল ক্রিয়েটার ভাইদের উদ্দেশ্যে। কমেডির নেতিবাচক দিকটা সামনে আনেন কিরণ। বলেন, এবার থেকে আর সেক্সিট কোনও কিছু অর্থাৎ নারী-বিদ্বেষী ভাবনা জায়গা পাবে না তাঁর কনটেন্টে। মেয়েদের শরীর নিয়ে কটাক্ষ বা কোনওরকম ফানি জোক আর নয়। কিরণ লেখেন, ‘ছোটো বড় ভুল আমরা সবাই করেছি আমাদের ভিডিও তে। কমেডির নেগেটিভ সাইডই এটা নিজে বোঝা যায় না কতটা লিমিট। জোক’টা আর ও ফানি হবে বলে আমরা অনেক কথাই বলে ফেলি। বাস্তব জীবনে হয়তো সেসব ভাবও না। তাই আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ হবে ভবিষ্যতে সেই গুলো নিয়ে ভাবা'।

কিরণের কথায়, 'মেয়েদের বডি পার্ট নিয়ে জোক বলাটা কমেডি না রে ভাই। আমাদের এটা খেয়াল রাখা উচিৎ। আমি বলছি না মজা করবে না, রোস্টিং করতেও বারন করছি না। কিন্তু কোথায় বিলো দ্য বেল্ট হচ্ছে এবার আমাদের বুঝতে হবে। আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রতিবাদ ক্রিয়েটর দের জন্য। রোস্টিং এর নামে মেয়েদের বডিশেম করাটা বন্ধ হওয়া প্রয়োজন'।

‘দ্য বং গাই’-এর ভাবনাকে কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া। কিরণ অপেক্ষায় রয়েছেন, আরজি করের নির্যাতিতা বোনের সুবিচারের। তাঁর বিশ্বাস সেই দিন আসবে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা কাজলকে জাপটে ধরে চুমু জয়ার,সপ্তমীর সন্ধ্যায় মুখোপাধ্যায়দের পুজোয় হাজির রণবীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.