বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiran Dutta: ‘এখান থেকে কী আর…’, চারিদিকে জল আর জল! মৃত্যু ২৪ জনের, ত্রিপুরার পাশে 'বং গাই' কিরণ

Kiran Dutta: ‘এখান থেকে কী আর…’, চারিদিকে জল আর জল! মৃত্যু ২৪ জনের, ত্রিপুরার পাশে 'বং গাই' কিরণ

‘এখান থেকে কী আর…’, চারিদিকে জল আর জল! মৃত্যু ২৪ জনের, ত্রিপুরার পাশে 'বং গাই' কিরণ

Kiran Dutta: নিঃশব্দে ত্রিপুরার বন্যা দুর্গতের পাশে দাঁড়ালেন বাংলার এক নম্বর ইউটিউবার। তা সত্ত্বেও কিরণ বলছেন-'এখান থেকে আর কী বা হেলপ করতে পারছি।’ 

গত চার দশকে এমন বন্যা দেখেনি ত্রিপুরা! পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত এই রাজ্যে গত সোমবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা থামার নাম নেই! আবহাওয়া দফতর সূত্রে খবর, শুধুমাত্র ১৯ অগস্ট ত্রিপুরার আট জেলায় ২৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এমন পরিস্থিতি চারিদিকে শুধু জল আর জল!

বন্যায় প্রাণ হারিয়েছেন ২৪ জন, গৃহহীন এক লক্ষাধিক ত্রিপুরাবাসী। মিলছে না খাবার, পরিশুদ্ধ পানীয় জল। চারিদিকে হাহাকার। আর জি কর কাণ্ডে যখন উত্তপ্ত বাংলা, তখন প্রতিবেশি রাজ্যে অন্য সংকট। আরজি করের চিকিৎসক তরুণীর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ‘দ্য বং গাই’ কিরণ দত্ত। পথে নেমে প্রতিবাদও জানিয়েছেন।

এতকিছুর মাঝেও ত্রিপুরাবাসীর দুর্দশা নজর এড়ায়নি কিরণের। রবিবার ত্রিপুরার এক সমাজমাধ্যম প্রভাবী সোশ্যাল মিডিয়ায় কিরণের এই সাহায্যের কথা জানান, একইসঙ্গে ক্ষোভ উগরে দেন কলকাতার অন্য সেলেবদের প্রতি। অনির্বাণ ভৌমিক জানান, ‘আমাদের কলকাতার প্রত্যেকটা সেলেব্রিটি অভিনেতা-অভিনেত্রীরা কেরলের বন্যা দেখে, বাংলাদেশের বন্যা দেখতে পায়। পাশের রাজ্য ত্রিপুরার পরিস্থিতি দেখতে পায় না। কাল বাংলার এক নম্বর ইউটিউবার বং গাই, কিরণ দত্ত আমাকে মেসেজ করে। বলে, ভাই তোর কী লাগবে বল আমি টাকা দেব, তুই (ত্রাণ) নিয়ে যা’।

‘দ্য বং গাই’-এর পাঠানো টাকায় পানীয় জল, শুকনো খাবার, ওষুধ-সহ প্রয়োজনীয় জিনিস নিয়ে ত্রাণ বিলি করতে বেরিয়ে ভিডিয়োটি করেন অনির্বাণ। ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান কিরণকে। সেই ভিডিয়ো নিজের ফেসবুকে শেয়ার করে নেন অভিনেত্রী শ্রুতি দাস। লেখেন- ‘তোমাকে নিয়ে গর্বিত কিরণ’। আড়ালে থেকেই সাহায্য করায় বিশ্বাসী কিরণ। তিনি বলেন, ‘আসল কাজ তো এই ভাইটা করলো ফিল্ডে নেমে। এখান থেকে আর কী বা হেলপ করতে পারছি।’

শ্রুতি পালটা জানান, কিরণের এই উদ্যোগ দেখে তিনিও অনুপ্রাণিত হয়েছেন। ত্রিপুরার বন্যায় প্রয়া ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ত্রাণের জন্য ইতিমধ্যে ৪০ কোটি টাকার প্যাকেজ কেন্দ্রের তরফে তুলে দেওয়া হয়েছে ত্রিপুরাকে।

ইতিমধ্যেই ত্রিপুরায় ১১টি এনডিআরএফ-র দল উদ্ধার কাজে অংশ নিতে পৌঁছেছে। ভারতীয় বায়ুসেনার ৪ টি হেলিকপ্টার নেমেছে ত্রাণের কাজে। এদিকে, এখনও বৃষ্টি থেকে রেহাই পায়নি ত্রিপুরা। ইতিমধ্যেই আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। আগামী ২৫ অগস্ট পর্যন্ত রয়েছে ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের Exclusive: ৫২টি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিল মোদী ক্যাবিনেট স্কুটার-মোটরবাইকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণ গেল ফুড ডেলিভারি এজেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের নয়া গাইডলাইন, NPS কন্ট্রিবিউশনের নতুন নিয়ম স্তন ঢেকে দু-হাত! মা দুর্গার সামনে শরীর প্রদর্শন করায় কটাক্ষ মডেলকে গোটার বিরাট দাম,বাংলাদেশে এই প্রথম কেটে বিক্রি হচ্ছে ইলিশ, অসন্তুষ্ট ব্যবসায়ীরা ছেলেকে বলুন অনশন তুলে নিতে, শরীর খারাপ হয়ে যাবে,বাড়িতে ফোন করে চাপ দিচ্ছে পুলিশ রসগোল্লার রস মাখালেন আলুর তরকারিতে, ডোবালেন লুচি! মিমির খাওয়া দেখে হাঁ নেটপাড়া আগে প্রমাণ হাতে আসুক, তারপরই হরিয়ানায় ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হবে কংগ্রেস অনশনের মাঝে ভাইরাল ডাক্তার স্নিগ্ধা-দেবাশিসের বিয়ের ছবি! ভালোবাসায় ভরাল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.