ইঞ্জিনিয়ারিং ছেড়ে শুরু করেছিলেন ইউটিউব। সেইসময় কে জানত, এই ছেলেই একদিন হয়ে উঠবে বাংলার এক নম্বর ইউটিউবার। কথা হচ্ছে কিরণ দত্ত ওরফে দ্য বং গাই-এর। এই মুহূর্তে ইউটিউবে কিরণের সাবস্ক্রাইবার সংখ্যা ৪.০৮ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি!
সোশ্যাল মিডিয়ায় রোস্ট ভিডিয়ো বানিয়ে জনপ্রিয় হওয়া কিরণ কিন্তু আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন, সুবিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ার চোখে ‘বাস্তবের হিরো’তে পরিণত হন কিরণ। এবার তাঁর মুকুটে যোগ হল নয়া পালক। ফোর্বসের তালিকায় নাম উঠল কিরণের। যা দেখে চোখ ছানাবড়া খোদ দ্য বং গাই-এর।
‘ইন্ডিয়ার সেরা ১০০ ক্রিয়েটার’-এর তালিকায় ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলার এই ক্রিয়েটার। ২৯ বছর বয়সী কিরণের একটি ভিডিয়োর গড় ভিউ সংখ্যা ১৮ লক্ষাধিক। সেই নিউজ আর্টিকেলের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে কিরণ লেখেন, ‘বাপের জন্ম কল্পনাও করিনি ফোর্বসে নিজের ছবি দেখতে পাব….আর সেরা ১০০ ডিজিট্যাল স্টারদের মধ্যে ১০ নম্বরে থকাার কথা তো ছেড়ে দাও।’
কিরণ আরও লেখেন, ‘আজ আমার এক শিক্ষকের কথা খুব মনে পড়ছে যে বলেছিল জীবনে আমি কিচ্ছু করতে পারব না। আমি এতটাই অদ্ভূত যে বাড়ি এসে এই কথাটা ১০০০ বার লিখেছিলাম-আমি পারব আর কেঁদেছিলাম। কারণ স্যার মেয়েদের সামনে অপমান করেছিল। কেন আজ হঠাৎ মনে পড়ল জানি না। তবে ভিতরের শিশুমনটা চিৎকার করে বলছে- পারলাম তো? ভাইদের জানাই অসংখ্য ধন্যবাদ। বড় স্বপ্ন দেখো, আমার মতো সাধারণ একজনের পূরণ হতে পারলে তোমাদের সবারও হবে। ধন্যবাদ।’
২০১৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ইউটিউবে দুটো ভিডিয়ো আপলোড করেছিলেন কিরণ। দু-বছর পর সবার নজরে আসেন কিরণ। কিরণ দত্ত যখন ইউটিউব চ্যানেল খুলেছিলেন, সেসময় বাঙালি ইউটিউবারের সংখ্যাও খুব বেশি ছিল না। নিজের চ্যানেলকে প্রতিষ্ঠিত করতে, সেই সময় রাত দিন পরিশ্রম করেছেন। স্ক্রিপ্ট লেখা থেকে এডিটিং, সবটা একা করেন তিনি। ‘এ কেমন সিনেমা’ সিরিজ দিয়েই রাতারাতি জনপ্রিয় হন কিরণ। যেখানে মূলত পুরোনো বাংলা ছবির রোস্ট ভিডিয়ো বানান দ্য় বং গাই।
কিরণের সাফল্যে গর্বিত বাংলার কনটেন্ট ক্রিয়েটাররা। তবে সবচেয়ে আপ্লুত তাঁর বান্ধবী অন্তরা অর্থাৎ আলু দ্য ফ্রেঞ্চফ্রাই। কিরণের উদ্দেশ্য তাঁর গার্লফ্রেন্ড লেখেন- ‘তুমি সবসময় আমাদের অনুপ্রাণিত করো, অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা’।
কিরণ একবার দাদাগিরির মঞ্চে তাঁর মাসিক আয়ের ইঙ্গিত দিয়েছিলেন তা শুনে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল খোদ মহারাজের। সৌরভ বলেছিলেন, ‘তো মাস গেলে ভালোই রোজগার হয় তো, তা প্রায় ১০-১২ লক্ষ!’ উত্তর কিরণ দত্ত স্পষ্ট বলেন, আয় ফাঁস করতে পারবেন না, তবে হ্যাঁ, ভালোই হয়, ১০-১২ লক্ষের কাছাকাছি।