বাংলা নিউজ > বায়োস্কোপ > Naseeruddin Shah: মুঘলরা লুঠ করেননি, সব মুসলিম শাসক খারাপ ছিলেন না : নাসিরুদ্দিন শাহ

Naseeruddin Shah: মুঘলরা লুঠ করেননি, সব মুসলিম শাসক খারাপ ছিলেন না : নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহর কথায়, ‘ইতিহাস বইয়ের পাতায় মুঘলদের ভিলেন বানানো হয়েছে।’ অভিনেতা বলেন, ‘কোনও শাসকই পুরোপুরি ভালো ছিলেন না। সম্পূর্ণ সংবেদনশীল কেউই নন। কয়েকজন খারাপ বলে সবাই খারাপ এটা বলাও ভুল। দুঃখের বিষয়, নাদির শাহ, তৈমুর ও মাহমুদ গাজনভি-রা মুসলিম ছিলেন বলে সব মুঘল শাসকদের তাঁদের মতো ভাবা ভুল।’

‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড (Taj – Divided by Blood) সিরিজে মুঘল সম্রাট আকবরের চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। বরবরই নিজের চরিত্র নিয়ে রিসার্চ করেই কাজ করতে পছন্দ করেন নাসিরুদ্দিন শাহ। আকবর চরিত্রে অভিনয়ের জন্যও সেটা করেছেন। সম্প্রতি অভিনেতা বলেন, আকবরকে নিয়ে অনেক ভুল তথ্য প্রচার হয়। বলা হয় তিনি ইসলামের বাইরে হেঁটে নতুন ধর্ম ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তন করেছিলেন। যা সর্বৈব ‘মিথ্যা’ এবং ‘বাজে কথা’। সম্প্রতি মুঘল শাসকদের নিয়ে ফের বিস্ফোরক অভিনেতা নাসিরুদ্দিন শাহ। 

নাসিরুদ্দিন শাহর কথায়, ‘ইতিহাস বইয়ের পাতায় মুঘলদের ভিলেন বানানো হয়েছে।’ সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘কোনও শাসকই পুরোপুরি ভালো ছিলেন না। সম্পূর্ণ সংবেদনশীল কেউই ছিলেন না। তবে কয়েকজন খারাপ বলে সবাই খারাপ এটা বলাও ভুল। দুঃখের বিষয়, নাদির শাহ, তৈমুর ও মাহমুদ গাজনভি-রা মতো শাসকরা মুসলিম ছিলেন বলে সব মুঘল শাসকদের তাঁদের মতো ভাবা ভুল। ভাবা হয় সবাই লুঠ করেছে।’

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আসল অপরাধী তো ব্রিটিশরা। ওঁরা তো লুঠ চালিয়ে গিয়েছে। কিন্তু মুঘলরা তো অনেক কিছুই দিয়েছেন। মুঘলরা অর্থনৈতিক ও মিলিটারি সিস্টেম তৈরি করেছে। অনেক স্থাপত্য ওদের কারণেই তৈরি। মুঘলরা এখানে থাকতে এসেছিল পাকাপাকি ভাবে, লুঠ চালাতে নয়। ইতিহাস না পরেই অনেকে টিপু সুলতানকে খারাপ ভাবেন। টিপু সুলতানকে দেশদ্রোহী বানানো হয়। রামমন্দির আর টিপু সুলতানের মধ্যে বেছে নিতে বলা হয়। যেটা ঠিক নয়। গুপ্ত, মৌর্য, চোল রাজাদের সম্পর্কেও জানা উচিত।’

আকবর প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘উনি প্রকৃত অর্থেই ভালো মানুষ ছিলেন। সব ধর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। সুফিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।বৌদ্ধ, জৈন, জরাথ্রুস্টের ধর্মগ্রহণকারীদের সঙ্গেও মিশেছিলেন আকবর। রাজা মানসিংহ ও বীরবর ছিলেন তাঁর পরামর্শদাতা।’

রোনাল্ড স্কালপেলো পরিচালিত ‘তাজ–ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ। যোধা বাইয়ের ভূমিকায় থাকছেন সন্ধ্যা মৃদুল, শেহজাদা সেলিমের চরিত্রে রয়েছেন আসিম গুলাটি, তাহা শাহ হয়েছেন শেহজাদা মুরাদ। অদিতি রাও হায়দারিকে দেখা যাবে আনারকলি হিসাবে, সেলিম চিস্তির ভূমিকায় থাকছেন ধর্মেন্দ্র।

বায়োস্কোপ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.