বাংলা নিউজ > বায়োস্কোপ > Winner of Sangeeter Maha Juddho: ‘সঙ্গীতের মহাযুদ্ধ’র সেরার শিরোপা উঠল শ্রয়ীর হাতে

Winner of Sangeeter Maha Juddho: ‘সঙ্গীতের মহাযুদ্ধ’র সেরার শিরোপা উঠল শ্রয়ীর হাতে

বিজয়ী শ্রয়ী। (ছবি সৌজন্য কালার্স বাংলা)

গানে গানে জমাটি সন্ধ্যার সাক্ষী থাকলেন বাংলা ছোটপর্দার দর্শক।

শেষ হল কালার্স বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সঙ্গীতের মহাযুদ্ধ’। যুদ্ধশেষে জয়ীর পুরস্কার উঠল শ্রয়ীর হাতে। প্রথম রানার আপ হলেন আরফিন। আর দ্বিতীয় রানার আপ রাজদীপ। জমজমাট গানের অনুষ্ঠানের শেষে তিন জনের হাতে পুরস্কার তুলে দিলেন বিচারকরা।

বহু প্রতিভাবান শিল্পীর দুর্দান্ত গানের সাক্ষী রইল এবারের সিজন। চূড়ান্ত পর্বেও টানটান প্রতিযোগিতা। আরফিন, শ্রয়ী, শালিনী, রাজদীপ— সকলেই মঞ্চ কাঁপিয়ে দিলেন গলার জাদুতে। বিচারকদের জন্য এই সন্ধেটা ছিল বড় পরীক্ষার। কাকে ছেড়ে কার হাতে তুলে দেবেন সেরার পুরস্কার? উস্তাদ রশিদ খান, জিৎ গঙ্গোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, অভিজিৎ ভট্টাচার্যের মতো তাবড় শিল্পীরাও বেশ চাপে পড়ে গেলেন সেরা কে, তা বাছতে গিয়ে।

এই রিয়ালিটি শো-এর প্রতিযোগীরা প্রত্যেকেই গানের জগতে ইতিমধ্যেই পরিচিত। এর আগেও বিভিন্ন রিয়্যালিটি শো-এ তাঁদের অংশ নিতে দেখা গিয়েছে। সেই সব অনুষ্ঠানেও তাঁরা নিজেদের গলার জাদুতে মাতিয়েছিলেন। ‘সঙ্গীতের মহাযুদ্ধ’-এ এসেও তাঁরা তাঁদের অনুগামীদের হতাশ করেননি। 

এবারের ‘সঙ্গীতের মহাযুদ্ধে’ সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে মীরকে। রাজ চক্রবর্তী প্রযোজনায় এই শো শুরুর দিন থেকেই সুপারহিট। সংগীত জগতের অন্যতম সেরা প্রতিভাদের দেখা গিয়েছে এই মঞ্চে। প্রতিটা পর্বই দর্শকদের বিচারে সফল হয়েছে। অন্তিম পর্বটিও তার ব্যতিক্রম হল না। সুরে ভাসা এবং তারকাখচিত সন্ধ্যা দর্শকদের মনে থেকে যাবে বহু দিন। 

বন্ধ করুন