১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের পর শুরু তাঁদের রিসেপশন পার্টি। আম্বানিরা অবশ্য তাঁদের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই বিশেষ অনুষ্ঠানের নাম রেখেছেন 'মঙ্গল উৎসব'। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপেক্স (BKC)-এর জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হচ্ছে এই অনুষ্ঠান। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন অতিথিরা। শুরু হয়েছে জমকালো অনুষ্ঠান। আর সঙ্গে একেবারে রাজকীয় ভাবে সেজে উঠেছে অনুষ্ঠানস্থল।
অতিথিদের জন্য যেখানে রেড কার্পেটের আয়োজন করা হয়েছে সেই অংশটিকে 'রামায়ণের চৌপাই' দিয়ে সাজানো হয়েছে। পাশে রাখা হয়েছে ঝাড়বাতি। নানা মূল্যবান ধাতুর ফুলদানিতে ফুল রাখা হয়েছে। অন্যদিকে, মূল অনুষ্ঠান কক্ষ বা হলটি সেজে উঠেছে রকমারি ফুল ও আলোয়। কক্ষটির থামগুলি থেকে ছড়িয়ে পড়ছে উজ্জ্বল ধাতুর ছটা! তাছাড়াও অতিথিদের বসার জন্য রাখা হয়েছে চেয়ার ও সোফা। সঙ্গে নবদম্পতির জন্য রাখা হয়েছে সুন্দর কাজ করা রূপার সিংহাসন। এছাড়াও অনন্ত আম্বানির ঠাকুর দা অর্থাৎ মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানির স্মরণে বিশেষ সভারও ব্যবস্থা করা হয়েছে। সেখানে পণ্ডিত-সহ অতিথিদের জন্য রাখা হয়েছে আসন।
আরও পড়ুন: এখানেই শেষ নয়, অনন্ত-রাধিকার বিবাহ-পরবর্তী আসর বসবে বিদেশে! জানেন কোথায়?
'রামায়ণের চৌপাই' কী?
কবিতা বা শ্লোকের আকারে লেখা রামায়ণের গল্পে, যা সুর করে করে পরা হয় তাকেই 'রামায়ণের চৌপাই' বলে। বলাই বাহুল্য এই বিষয়টি ঐতিহ্যের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে।
প্রসঙ্গত, ১২ জুলাই তাঁরা গাঁটছড়া বাঁধলেও, এর বহু আগে থেকেই এই দম্পতিকে ঘিরে আলোকবৃত্ত। দু'দফায় তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠানও হয়েছে। একটি গুজরাটের জামনগরে, অন্যটি ইউরোপে। তারপর মুম্বইয়ের বান্দ্রাতেও তাঁদের বিবাহ-পূর্বের নানা আচার অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। মামেরু থেকে মেহেন্দি, গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো, সঙ্গীত সব কিছু নিয়ে বর্তমানে একটাই বিষয় সবার মুখে, তা হল অনন্ত-রাধিকার বিয়ে।
আরও পড়ুন: শাহরুখ থেকে প্রিয়াঙ্কা ছেড়েছেন মুম্বই! অনন্ত-রাধিকার রিসেপশন থাকছেন না এইসব তারকারা
এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, তারপর ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাঁদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে, সেই অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকারবার্গ-সহ সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গেয়েছিলেন। তারপর আম্বানিরা দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠানের উদযাপন করেন ইউরোপে, সেখানে একটি ক্রুজ করে চারদিন ধরে ভূমধ্যসাগরে ঘোরেন তাঁরা, টোগা পার্টি এবং মাস্করেড বলের মতো ইভেন্টের আয়োজন করা হয়। ইতিমধ্যেই তাঁদের রিসেপশনে অতিথিরা আসতে শুরু করেছেন। ওরি, অদিতি রাও হায়দারি, তামান্না ভাটিয়া, বিপাশা বসু, করণ সিং গোভার, রাজ কুমার, পত্রলেখা, সানি দেওল, ববি দেওল, টাইগার শ্রফ ও জ্যাকি শ্রফ এসে গিয়েছেন তাঁদের রিসেপসন পার্টিতে।