রাজনৈতিক থ্রিলারের ওপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা ‘দ্যা ডিপ্লোম্যাট’। অনেকেরই প্রত্যাশা ছিল যে সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে। কিন্তু দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন দেখে তেমনটাও ভালো হল না। দ্বিতীয় দিনে মাত্র ৪.৩৫ কোটি টাকা আয় করতে পেরেছে জন আব্রাহামের নতুন এই ছবি।
Sacnik.com এর সর্বশেষ আপডেট অনুযায়ী, শনিবার ‘দ্যা ডিপ্লোম্যাট’ বক্স অফিস থেকে আয় করেছে মাত্র ৪.৩৫ কোটি টাকা। প্রথম দিনের পরিসংখ্যান ছিল, ৪ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮.৩৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে, খুব একটা বেশি ভালো ফল করতে পারেনি ‘দ্যা ডিপ্লোম্যাট’।
আরও পড়ুন: ‘সুচিত্রা সেনের মেয়ে নাকি…’! শ্রীলেখার সঙ্গে এমন কী করলেন মুনমুন, যে হতবাক হল নেটপাড়া
আরও পড়ুন: 'কাউকে ভীষণ ভালোবাসলে শোক...', কাকার মৃত্যুতে কী উপলব্ধি কাজলের?
শিবম নায়ার পরিচালিত এই সিনেমাটি একটি বাস্তব ঘটনার উপর তৈরি করা হয়েছে। এই সিনেমায় জন একজন উচ্চপদস্থ ভারতীয় ডিপ্লোম্যাটের (কূটনীতিক) চরিত্রে অভিনয় করেছেন। যিনি এমন একটি কেস পর্যালোচনা করছেন যেখানে একজন ভারতীয় মহিলা পাকিস্তানের বিয়ে করে ফেঁসে গেছেন।
সিনেমাটি ভারতীয় নাগরিক উজমা আহমেদের বাস্তব জীবনের উপর তৈরি করা হয়েছে। ২০১৭ সালে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। একজন পাকিস্তানি ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে তিনি আটকে পড়েছিলেন পাকিস্তানে। ভারতে এসে তিনি স্বীকার করেছিলেন, তাঁকে বন্দুক দেখিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল এবং পরবর্তীকালে অকথ্য নির্যাতন করা হয়েছিল তাঁর ওপর।
আরও পড়ুন: প্রশংসা না পেলেও এই ৫ সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন বার্থ ডে গার্ল আলিয়া! দেখুন তালিকা
আরও পড়ুন: 'এত তাড়া…', ২১ বছরেই বাগদান, 'দিদি নম্বর ১'-এর মঞ্চে অনন্যাকে কী বললেন রচনা?
সিনেমায় উজমার চরিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে সাদিয়াকে। উজমার যন্ত্রণা বা ভয়কে খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের চরিত্রে রেবতী খুব কম সময়ের জন্য পর্দায় এলেও সিনেমার ওপর বিশাল প্রভাব ফেলেছেন। জগজিৎ সান্ধু তাহিরের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আইনজীবী এম এম সাইদের চরিত্রে কুমুদ মিশ্র এক কথায় দুর্দান্ত। জন আব্রাহাম নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, তিনি সবসময় সব চরিত্রেই নিজের বেস্ট দেন।