৬ ফেব্রুয়ারি মুক্তি পেল জন আব্রাহাম অভিনীত দ্যা ডিপ্লোম্যাট সিনেমার টিজার। এই সিনেমা টিজারটি একেবারে অন্যরকম কারণ টিজারের প্রথমেই দেখানো হয় ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে, যিনি কূটনীতিবিদের সংজ্ঞা ব্যাখ্যা করেন।
টিজার শুরু হয় জন আব্রাহামের একটি অনবদ্য লুক দিয়ে, বোঝাই যায় একজন কড়া কূটনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে ভারতে নয়, পাকিস্তানের IFS অফিসার হিসেবে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: ১৪ বছর পর মুম্বই ফিরলেন কাজে, 'ইংরেজি শিখতে পারলাম না...', আক্ষেপ সেলিনা জেটলির
টিজারে কী দেখানো হয়েছে
টিজারে দেখানো হয়েছে, টিজারে একজন মুসলিম মহিলাকে দেখানো হয়েছে, যিনি আদতে একজন ভারতীয় নাগরিক। জন ওই মুসলিম মহিলাকে সবকিছু সত্যি বলতে বলছেন, না হলে কোনও একটা বিপদ হতে পারে। ভারতীয় কূটনীতিবিদ জেপি সিংয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
সিনেমায় সাদিয়া খতিব উজমা আহমেদের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি পাকিস্তানে কোনওভাবে আটকে পড়েছেন। ভারতীয় এই মুসলিম মহিলা কী সত্যিই পাকিস্তানে আটকে পড়েছেন নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, জানা যাবে সিনেমা মুক্তি পেলে।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি ‘দ্যা ডিপ্লোম্যাট’ - এর প্রথম পোস্টার মুক্তি পায়। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জন আব্রাহাম লেখেন, সাহস এবং কূটনীতির এই গল্পে অভিনয় করতে পেরে সম্মানিত আমি।
শিবম নায়ার পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ। প্রযোজনা করেছেন টি-সিরিজের ভূষণ কুমার এবং কৃষাণ কুমার। সিনেমায় সাদিয়া খতিব, রেবতী, কুমুদ মিশ্র এবং শরীব হাশমি উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন। সিনেমাটি আগামী ৭ মার্চ মুক্তি পাবে ভারতবর্ষের জুড়ে।
আরও পড়ুন: মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার তদন্ত চলবে, কেরল পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, জন আব্রাহাম সর্বশেষ অভিনয় করেছিলেন ‘বেদা’ সিনেমায়। গত বছর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বেশ ভালো লেগেছিল সকলের। তবে ‘দ্যা ডিপ্লোম্যাট’ যে সম্পূর্ণভাবে অন্য স্বাদের গল্প হতে চলেছে, তা টিজার দেখেই প্রমাণিত।