বাংলা নিউজ > বায়োস্কোপ > The Dirty Picture 2: ইমেজ নষ্টের ভয়? ‘ডার্টি পিচকার’-এর সিকুয়েলে ‘না’ কঙ্গনার,দৌড়ে রয়েছেন কৃতী-তাপসী

The Dirty Picture 2: ইমেজ নষ্টের ভয়? ‘ডার্টি পিচকার’-এর সিকুয়েলে ‘না’ কঙ্গনার,দৌড়ে রয়েছেন কৃতী-তাপসী

কে হতে চলেছেন বিদ্যার উত্তরসূরী? 

Kangana Ranaut Turns Down The Dirty Picture 2: ‘বোল্ড’ আর ‘সেক্সি’ চরিত্র এড়িয়ে চলছেন কঙ্গনা? ‘ডার্টি পিচকার’-এর সিকুয়েলে কাজ করতে চান না, স্পষ্ট জানালেন প্রযোজক একতা কাপুরকে। বিদ্যা বালানের জুতোয় পা গলানোর দৌড়ে রয়েছেন তাপসী এবং কৃতী। 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল বিদ্যা বালানের ‘দ্য ডার্টি পিকচার’। নামে যতই ‘নোংরামি’ থাকুক, এই ছবির স্বচ্ছতা দর্শক মনে দাগ কেটেছিল। নারীকেন্দ্রিক ছবির সংজ্ঞাটাই খানিকটা পালটে দিয়েছিল বিদ্যা বালানের এই ছবি। দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার এই বায়োপিক বিদ্যার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। এবার শোনা যাচ্ছে নির্মাতারা ‘ডার্টি পিকচার’-এর সিকুয়েল পরিকল্পনা করছেন। যদিও সেই ছবির অংশ হচ্ছেন না বিদ্যা বালান। যা শুনে মন ভাঙবে বিদ্যার ভক্তদের। সুপারহিট ‘লক আপ’-এর পর প্রযোজক একতা কাপুরের একান্ত ইচ্ছে এই ছবির লিডিং লেডি হবেন কঙ্গনা রানাওয়াত। 

একতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘একতা দীর্ঘদিন ধরেই ডার্টি পিকচার এর সিকুয়েল পরিকল্পনা করছে। বলিউডের একাধিক নারীকেন্দ্রিক ছবির স্রষ্টা কনিকা ধিলোনের সঙ্গে হাত মিলিয়ে নিজের স্বপ্নের প্রোজেক্টকে রূপ দিতে চাইছেন একতা। ছবির চিত্রনাট্য লেখবার কাজ প্রায় শেষের পর্যায়ে। ২০২৩-এর একদম গোড়ার দিকেই এই ছবির শ্যুটিং শুরু করতে চান একতা।’

সেই সূত্র আরও জানিয়েছে, ‘একতা চাইছিলেন লিড রোলে কঙ্গনা অভিনয় করুক। কিন্তু খুব নিজের ইমেজ নষ্টের ভয়ে খুব শান্তভাবে এই ছবির অফার ফিরিয়েছেন কঙ্গনা। জানা গিয়েছে তাপসী এবং কৃতী এই ছবির অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে চিত্রনাট্যের ফাইনাল ড্রাফ্ট তৈরি না হলে কোনও সিদ্ধান্ত নিতে রাজি নন একতা।’

বিদ্যার মতো পরিচালক মিলন লুথরিয়াকেও কি ছেঁটে ফেলা হবে? তা এখন স্পষ্ট নয়। তবে খুব শীঘ্রই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন একতা। ‘ডার্টি পিকচার’ ছিল সিল্কের বায়োপিক, তবে এটি নাকি ফিকশন স্টোরি হতে চলেছে। 

২০১১ সালে মুক্তি পেয়েছিল সিল্ক স্মিতার জীবনীচিত্র। এই ছবিতে বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাসমি, তুষার কাপুররা। সেই সময় বক্স অফিসে ১১৭ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।  সেরা অভিনেত্রী-সহ মোট তিনটে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গিয়েছিল এই ছবির ঝুলিতে। শ্রেয়া ঘোষাল আর বাপ্পি লাহিড়ির গাওয়া ‘উ লা লা’ (Ooh La La) গানটি আজও সুপারহিট। 

সিল্কের আসল নাম বিজয়লক্ষ্মী ভদলাপতি। দক্ষিণী ছবির এই নায়িকা প্রতি ফিল্মেই ঝড় তুলতেন তাঁর বোল্ড উপস্থিতিতে। বিতর্ক ভরা ছিল সিল্কের কেরিয়ার, আরও বিতর্কিত ছিল তাঁর মৃত্যু। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন আচমকাই তাঁর মৃত্যু হয়। পুলিশের খাতায় উল্লেখ আছে আত্মহত্যা করেছেন সিল্ক, যদিও সেই তত্ত্ব পরিচিতদের অনেকেই মানতে চাননি, কেউ কেউ বলেন খুন হয়েছিলেন অভিনেত্রী। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.