বলিউডের পাওয়ার কপল শাহরুখ খান ও গৌরী খান। তিন দশক ধরে কাশ্মীর থেকে কন্যকুমারী-তে রাজত্ব করছেন শাহরুখ, আর তাঁর মনের রানি গৌরী। সম্প্রতি ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফ ২’-এর এক এপিসোডে বন্ধুর ব্যক্তিগত জীবন নিয়ে রহস্য উন্মোচন করলেন করণ জোহর। খান পরিবারের সঙ্গে করণের সখ্যতা বহু পুরোনো।
করণ ফাঁস করেন, শাহরুখ তাঁকে জানিয়েছেন অতিমারীর সময় গৌরীই খান পরিবারের একমাত্র সদস্য যে টাকা কামিয়েছে। গৌরী এবং মাহিপ কাপুরের সঙ্গে আড্ডা দিতে দিতে করণ ফাঁস করেন সবটা। গৌরীর শো-রুমে বসেই জমে ওঠেছিল আড্ডার আসর। শাহরুখ খান ঘরণী হওয়ার পাশাপাশি গৌরী খানের একটি পরিচয় রয়েছে, দেশের অন্যতম প্রতিষ্ঠিত অন্দরসজ্জা শিল্পী তিনি। অতিমারীকালে রমরমিয়ে চলেছে গৌরীর ব্যবসা। করণ জানান, ‘ একদিন শাহরুখের কথা শুনে আমি খুব হাসলাম। ও বলল,আমরা যবে থেকে এই অতিমারীর মধ্যে ঢুকেছি, আমার পরিবারের একমাত্র সদস্য যে টাকা উপায় করছে সেটা গৌরী। আরও বলল, আমার চাটার্ড অ্যাউন্টান্ট আমাকে ফোন করে বলল, তুমি গৌরীর থেকে কিছু শিখতে পারছো না? তোমার পরিবারের একমাত্র সদস্য যে (ব্যবসায়) লাভ করছে সেটা গৌরী খান।'
যদিও এই কথা বিশেষ পছন্দ হয়নি গৌরীর। তিনি বলেন, ‘ওর স্বভাব এই সব কথা বলা। আমাকে নিয়ে বাড়িয়ে কথা বলতে ভালোবাসে শাহরুখ’। যদিও তাতে চুপ করে যাননি করণ। তিনি যোগ করেন, ‘আমরা সত্যিই তোমাকে নিয়ে গর্বিত, এইভাবেই এগিয়ে যাও’।
করোনাকালে যখন শ্যুটিং বন্ধ ছিল তখন মূলত ঘরবন্দিই ছিল মানুষজন। আর সেইসময় নিজেদের ঘরে বা অফিসে বড়সড় বদল এনেছেন অনেকেই। ফলে গৌরীর বিজনেসে রমরমা এসেছে তা বলাই বাহুল্য।
‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফস'-এর দু নম্বর সিজনের স্ট্রিমিং শুরু হয়েছে নেটফ্লিক্সে। প্রথম সিজনের মতো এবারও দেখা মিলছে সঞ্জয় কাপুর ঘরণী মাহিপ কাপুর, চানকি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে, সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহ এবং সমীর সোনির স্ত্রী তথা অভিনেত্রী নীলম কোঠারির। করণ জোহর এবং গৌরী খানকে অতিথি হিসাবে দেখা গিয়েছে এই শো-তে।
প্রসঙ্গত, শাহরুখকে আগামীতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। তবে লিড রোলে বাদশা রুপোলি পর্দায় ফিরছেন আগামী বছর। ২০২৩ সাল জুড়ে বাদশার ব্যাপক ব্যস্ততা। পরপর মুক্তি পাবে শাহরুখের একের পর পর এক ছবি। বছর শুরুই হবে ‘পাঠান’ দিয়ে, এরপর ‘জওয়ান’ আর ‘ডানকি’ আসবে। ‘পাঠান’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। অন্যদিকে সমানতালে ‘জওয়ান’ এবং ‘ডানকি’র শ্যুটিং সামলাচ্ছেন কিং খান।