সম্প্রতি, মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। মুখ্যভূমিকায় 'শ্রীকান্ত তিওয়ারি'-র চরিত্রে মনোজ বাজপেয়ীর অনবদ্য অভিনয় তারিফ কুড়িয়েছে দর্শকদের। পাশাপাশি এই সিজনে প্রধান ভিলেনের ভূমিকায় নিজেকে উজাড় করে দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। 'রাজি'-র ভূমিকায় সামান্থার সুদক্ষ অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন ছবি সমালোচকরাও। মনোজের মতো দাপুটে অভিনেতা পাশে থাকতেও স্পটলাইট নিজের দিকে টেনে নিতে সফল হয়েছেন সামান্থা। বিশেষ করে এই ওয়েব সিরিজে তাঁর ট্রেনিং নেওয়ার সব সিকোয়েন্স থেকে শুরু করে একজন চরমপন্থী আদর্শে বিশ্বাসী মানুষের ভাবভঙ্গি নিখুঁতভাবে ক্যামেরার সামনে সুন্দর করে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন সামান্থা।এবার এই দক্ষিণী তারকা-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মনোজ বাজপেয়ী স্বয়ং!
টাইমজ অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে 'শ্রীকান্ত' জানিয়েছেন অভিনেত্রী হিসেবে সামান্থার অভিনবত্ব এবং দক্ষতা তাঁকে মুগ্ধ করেছে। 'রাজি' চরিত্রের রন্ধ্রে রন্ধ্রে ঢোকার জন্য যেভাবে নিংড়ে নিয়েছেন তিনি, মনোজের কথায় তা একেবারে অবিশ্বাস্য। মনোজ জানান,' ওই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যে পর্যায়ের শারীরিক কসরৎ ও কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে সামান্থা নিজেকে ঠেলে নিয়ে গেছেন, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত হবে যে করোর পক্ষে।'
এখানেই না থেমে এই জনপ্রিয় অভিনেতা আরও জানিয়েছেন এই সিরিজের শ্যুটিংয়ের জন্য গোটা টিম নিয়ে তাঁরা যখন চেন্নাইয়ে পৌঁছলেন, তার আগেই সেখানে পৌঁছে গেছিলেন সামান্থা। বেন নামের এক ফরাসি ট্রেনারের কাছে কঠিন ট্রেনিং নিচ্ছিলেন তিনি। তিনি নিজে সামান্থার ওই ট্রেনিংয়ের ভিডিও দেখেছেন বলে দাবি করেছেন মনোজ। পাশাপাশি ও জানান তা দেখে রীতিমতো চমকে গেছেন তিনি। সহজ কথায়, শিল্পী হিসেবে সামান্থার দক্ষতা ও একজন অভিনেত্রী হিসেবে তাঁর পেশাদারিত্ব দেখে মুগ্ধ হয়েছেন 'শ্রীকান্ত তিওয়ারি।'