বাংলা নিউজ > বায়োস্কোপ > The Family Man: সাফল্যের পরও অর্থকষ্টে অভিনেতা, ছাড়তে হয়েছে মুম্বইয়ের ফ্ল্যাট

The Family Man: সাফল্যের পরও অর্থকষ্টে অভিনেতা, ছাড়তে হয়েছে মুম্বইয়ের ফ্ল্যাট

সাহাব আলি

অর্থকষ্টে দিন কাটছে অভিনেতা সাহাব আলির।

ওটিটি প্ল্যাটফর্মে রমরমিয়ে চলছে 'দ্য ফ্যামিলি ম্যান ২'। ইতিমধ্যে সিরিজে অভিনয় করে দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে মনোজ বাজপেয়ী, সামান্তা আক্কিকেনির মতো অভিনেতারা। সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সাহাব আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয় মুখ খুললেন অভিনেতা। অর্থকষ্টে দিন কাটছে তাঁর। টাকার অভাবে মুম্বইয়ের ফ্ল্যাট পর্যন্ত ছাড়তে হয়েছে তাঁকে বলে জানিয়েছেন।

সিরিজে সাজিদের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। প্রথম এবং দ্বিতীয় দুই মরশুমে অভিনয় করেছেন তিনি। তবে দ্বিতীয় মরশুমে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। সিরিজে তাঁর ও সামান্তা আক্কিকেনির রসায়ন মনে ধরেছে দর্শকদের। 

সাহাব জানিয়েছেন, সিরিজ মুক্তির আগে থেকেই অর্থাভাবে ভুগছিলেন তিনি। মুম্বইয়ে থাকা দায় হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, দিল্লির পারিবারিক বাড়িতে ফিরে যেতে হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন বলে জানান। তিনি আশাবাদী, 'দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজের সাফল্যের পর কাজের অফার পাবেন।

অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ ছিল দিল্লির বাসিন্দা সাহাবের। আর্থিক সমস্যার জেরে প্রথম একবছর সাংবাদিক হিসেবে কাজ করেন। অভিনয় স্বপ্ন, মা'কে জানাতেই, মায়ের সাহায্যেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন। সেখান থেকে পাশ করেই মুম্বইয়ে পাড়ি। রঙ্গমঞ্চ থেকে অভিনয় সফর শুরু, ব্রডওয়ে স্টাইল মিউজিক্যাল ‘জাঙ্গুরা’ এবং ‘মুঘল এ আজম’ নাটকে অভিনয়। পারিশ্রমিকে কোনো মতে দিন কাটাচ্ছিলেন তিনি। অতিমারীর কারণে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অভিনেতা।

মুম্বই ছাড়ার আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ২’র কাজ শেষ হয়ে গিয়েছিল। ওয়েব সিরিজ মুক্তির পর প্রচুর প্রশংসা পেয়েছেন তিনি। আপাতত এম এক্স প্লেয়ার প্ল্যাটফর্মের একটি সিরিজের অফার রয়েছে সাহাবের হাতে। ভবিষ্যতে আরো কাজ পাবেন বলে আশাবাদী তিনি।

 

বায়োস্কোপ খবর

Latest News

ধসে পড়ে যাবে জেনেও, পাহাড়ের উপরে ৩.৩ কোটি টাকার বাড়ি কিনলেন 'শৌখিন' ব্যক্তি মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল কলকাতার পর এবার লেডিস স্পেশ্যাল বাস উত্তরবঙ্গে, পুজোর আগে চালুর সম্ভাবনা Diamond League final: জীবনের বিশেষ দিনে হতাশ অবিনাশ সাবলে, নজর এখন নীরজের দিকে প্রথমবার করল 'ফায়ার', গর্জে উঠল 'মেড ইন ইন্ডিয়া' জোরাবর ট্যাঙ্ক কী কারণে সাময়িক ভাবে ভাঙছে বোপান্না-এবডেন জুটি? মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল দীপঙ্করকে বিয়ে করে হাত কামড়াচ্ছেন দোলন? কেন বললেন, ‘লাভের চেয়ে ক্ষতিই বেশি…’ ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.