বাংলা নিউজ > বায়োস্কোপ > Khyali Saharan: মদ্যপ অবস্থায় ধর্ষণের অভিযোগ বিখ্যাত কমেডিয়ান খেয়ালির বিরুদ্ধে, দায়ের অভিযোগ

Khyali Saharan: মদ্যপ অবস্থায় ধর্ষণের অভিযোগ বিখ্যাত কমেডিয়ান খেয়ালির বিরুদ্ধে, দায়ের অভিযোগ

মহিলাকে ধর্ষণের অভিযোগে বিখ্যাত কমেডিয়ান খেয়ালির বিরুদ্ধে

Khyali Saharan: ২৫ বছরের এক মহিলাকে ধর্ষণ করেছেন দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ খ্যাত কমেডিয়ান খেয়ালি সাহারন। পুলিশের কাছে দায়ের করা হয়েছে অভিযোগ।

দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ খ্যাত কমেডিয়ান খেয়ালি সাহারনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। জানা গিয়েছে জয়পুরের একটি হোটেলে নাকি তিনি এক ২৫ বছর বয়সী মহিলার ধর্ষণ করেছেন। ইতিমধ্যেই সেই মহিলা পুলিশে অভিযোগ জানিয়েছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান খেয়ালি সাহারনের বিরুদ্ধে এক ২৫ বছরের মহিলাকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।

জয়পুরের এক হোটেলে এই ঘটনা ঘটেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একটি কেস রেজিস্টার করা হয়েছে কমেডিয়ানের বিরুদ্ধে। মানসসরোবর পুলিশ স্টেশনে মঙ্গলবার, ১৪ মার্চ এই অভিযোগ জানানো হয় বলেই পুলিশের তরফে জানানো হয়েছে।

সোমবার এই ঘটনাটি ঘটেছে বলেই পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে আম আদমি পার্টির কর্মী তথা কমেডিয়ান খেয়ালি সাহারন মদ্যপ অবস্থায় ছিলেন ঘটনার সময়। তখন তিনি মানসসরোবর এলাকার একটি হোটেলের ঘরে তিনি সেই মহিলাকে ধর্ষণ করেন। এর আগে তিনি সেই মহিলাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মানসসরোবর পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর, সন্দীপ যাদব বলেন, 'আইপিসি ৩৭৬ ধারায় ওই মহিলা কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কেসের তদন্ত চলছে।' পুলিশের তরফে আরও জানা গিয়েছে যে এই মহিলা শ্রীগঙ্গানগরের বাসিন্দা। একটি মার্কেটিং এক্সিকিউটিভ ফার্মে চাকরি করেন ওই মহিলা। তিনি আরেকজন মহিলার সঙ্গে খেয়ালির কাছে চাকরির আশায় এসেছিলেন বলে জানান।

খেয়ালি ওই হোটেলে দুটো ঘর বুক করেছিলেন। একটা ওই মহিলাদের জন্য, একটা তাঁর নিজের জন্য। তিনি নাকি সেদিন নিজেও বিয়ার খান, ওই মহিলাদেরও জোর করেন বিয়ার খেতে। এক মহিলা ঘর থেকে তখন বেরিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি আরেকজনকে ধর্ষণ করেন বলেই জানা গিয়েছে।

আম আদমি পার্টির স্পোকপারসন, যোগেন্দ্র গুপ্ত এই বিষয়ে বলেন, 'আম আদমি পার্টির লাখ লাখ কর্মী আছে তার মধ্যে খেয়ালি একজন। সে তার ব্যক্তিগত জীবনে কী করছে তার সঙ্গে পার্টির কোনও যোগ নেই।' এই বিষয়ে উল্লেখযোগ্য দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ২ এর প্রতিযোগী ছিলেন তিনি। তাঁকে কপিল শর্মা শোতেও অতিথি হিসেবে দেখা গিয়েছে।

বন্ধ করুন