সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। কিছু মন ভালো করে দেয়, কিছু আবার হয় শিক্ষনীয়। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক নব দম্পতি চৌধুরী অ্যালবামের একটি গানের তালে তালে নাচ করছেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, নববধূ বিয়ের দিন বরের সঙ্গে নাচ করছেন চৌধুরী অ্যালবামে লুক ছুপ না যাও জি, গানের তালে তালে। নববধূর সঙ্গে তাল মেলাতে দেখা যায় স্বামীকেও। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৩৩ মিলিয়নের বেশি মানুষ।
আরও পড়ুন: পরিণীতির বিয়েতে না এলেও নিজের ভাইয়ের বিয়েে হাজির প্রিয়াঙ্কা! খুড়তুতো দাদার পাশে থাকবেন রাঘব ঘরণী?
ভাইরাল হওয়া নবদম্পতির প্রেমের গল্প
ভিডিয়োয় যে নব দম্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের নাম হল মিত এবং জিনাল শাহ। গুজরাটের সুরাটের বাসিন্দা এই দম্পতি। স্কুলে সহপাঠী ছিলেন তাঁরা। একই বেঞ্চে পড়াশোনা করেছেন তাঁরা। তবে প্রথম দেখায় প্রেম টাইপ ভালোবাসা ছিল না তাঁদের।
স্কুল পেরিয়ে কলেজে পড়ার সময় একে অপরের মধ্যে ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে। স্কুলে শুধুই ভালো বন্ধু ছিলেন তাঁরা। জিনাল একজন গুজরাটি পরিবারের ছেলে এবং মিত হলেন মাড়োয়ারি পরিবারের মেয়ে। সংস্কৃতিগত পার্থক্য থাকলেও ভালোবাসায় একে অপরকে জড়িয়ে রেখেছেন দুই পরিবার।
মিত বলেন, আমাদের মধ্যে যে অনুভূতি তৈরি হয়েছিল তা অনেকটা পরে আমরা বুঝতে পারি। একে অপরকে প্রথম থেকে কিছুই আমরা বলিনি বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে। জিনাতই আমাকে প্রথম নিজের অনুভূতি শেয়ার করেন, তারপরেই এই সুন্দর সম্পর্কে সূচনা হয়।
জিনাত বলেন, আমি জানতাম না প্রেম কি। তবে এটুকু বলতে পারি আমি যতবার ওকে দেখেছি, ততবার প্রেমে পড়েছি। আমার জীবনের সবটুকু জুড়ে ও রয়েছে। আমরা আলাদা সংস্কৃতির মধ্যে বেড়ে উঠলেও একে অপরের সংস্কৃতি খুব সহজেই আমরা গ্রহণ করেছি। একেই বোধহয় ভালোবাসা বলে।
প্রসঙ্গত, চৌধুরী অ্যালবামটি মুক্তি পায় ২০২৩ সালে। এই অ্যালবামের সংগীত শিল্পীরা হলেন মামে খান, জুবিন, অমিত ত্রিবেদী।