লা টোমাটিনা উৎসবের কথা আমরা অনেকেই জানি। স্পেনের এই উৎসবটি আপাত ভাবে অনেকটা আমাদের দেশের দোল যাত্রার মত দেখতে মনে হলেও এর ঐতিহাসিকতা এবং প্রেক্ষিত সবই ভিন্ন। ১৯৪৫ সালে স্পেনের তরুণ ছেলেদের প্রচেষ্টায় শুরু হয় এই উৎসব। উৎসবে অংশগ্রহণকারীরা একে অপরকে টমেটো ছুঁড়ে মারে। স্পেনের ভ্যালেন্সিয়ার নিকটবর্তী বুনলে গ্রামে এই বার্ষিক খাদ্য লড়াইয়ের উৎসব লা টোমাটিনা অনুষ্ঠিত হতে চলছে আজ, অগস্টের শেষ বুধবার রাত্রি ১২ টা (স্পেনের সময়) থেকে। এই উৎসবটি প্রতিবছরই অগস্ট মাসের শেষ বুধবার অনুষ্ঠিত হয়। এই উৎসব কিন্তু হাল আমলের তৈরি হওয়া কোনও হুজুক নয় বিগত ৭৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে লা টোমাটিনা উৎসব।
টোমাটিনা ফেস্টিভ্যাল শুরু হয় রাত ১২টার সঙ্গে সঙ্গে। এর আগেই ট্রাকে ট্রাকে টমেটো আসতে শুরু করে দেয়। অংশগ্রহণকারীরা ট্রাকের পেছনে ছুটতে শুরু করে টমেটোর জন্য। কেউ কেউ সেই টমেটো বোঝাই ট্রাকেই উঠে গিয়ে টমেটো ছোড়াছুড়িতে অংশও নেয়। উৎসবের দিন স্পেনের ছোট্ট গ্রামটি সেজে ওঠে লাল টমেটোর রঙে।
এই উৎসব দেখতে দেখতে ৭৬ তম বর্ষে পা দিল। সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষই উৎসবে অংশ নিতে জড়ো হয়। এখানে সাধারণ মানুষ একে অপরের দিকে টমেটো ছোঁড়ার খেলায় মেতে ওঠে। অতিরিক্ত পাকা এবং খারাপ মানের টমেটোই অবশ্য ব্যবহার করা হয় এই খেলায়। তাই, ফসল বা খাদ্য অপচয়ের বিষয়টি নিয়েও তেমন অভিযোগ করা যায় না এই খেলাটি সম্পর্কে। সাধারণ মানুষ এই খেলায় মেতে ওঠার সময় চোখে চশমা পড়ে থাকে চোখকে সুরক্ষিত রাখার জন্য।
মূলত এই ছোট গ্রামটিতে ১০ হাজার মানুষের বসবাস। তবে, উৎসবের সময় প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করে। এই উৎসবে অংশগ্রহণ করতে হলে আছে একটি শর্ত, প্রাপ্ত বয়স্ক হতে হবে তাকে। আঠারো বছর হলে অংশ নিতে পারবে যে কেউওই। এই উৎসবে অংশ নেওয়ার পর দর্শকরা যে শুধু মজা করে তাই নয়, টমেটো মাখার ফলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে বলেও মনে করা হয়।