বাংলা নিউজ > বায়োস্কোপ > Miss Universe Finalist Sienna Weir Dies: প্রিয় শখই কেড়ে নিল প্রাণ! মিস ইউনিভার্স ফাইনালিস্টের জীবন থামল মাত্র ২৩ বছরে

Miss Universe Finalist Sienna Weir Dies: প্রিয় শখই কেড়ে নিল প্রাণ! মিস ইউনিভার্স ফাইনালিস্টের জীবন থামল মাত্র ২৩ বছরে

মৃত্যু হল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্টের। 

Miss Universe Finalist Sienna Weir Dies at 23: মৃত্যু হল ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট সিয়েনা ওয়য়ার। 

মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু হল সিয়েনা ওয়য়ার। পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হল, লাইফ সাপোর্ট ব্যবস্থা খুলে নেওয়া হবে। কারণ আর বাঁচার সম্ভাবনা ছিল না সিয়েনার। সঙ্গে সঙ্গেই বলে দেওয়া হল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট আর নেই। 

২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছোন। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল-কন্যা। যদিও তার আগে থেকেই মডেল হিসাবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাঁকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে।

(আরও পড়ুন: ‘পেটের ভিতর বেবির ডান্স পার্টি চলছে’, লাথি মারছে হবু সন্তান, ঘুম উড়েছে ইলিয়ানার)

জানিয়েছিলেন, এর পরে কেরিয়ারের জন্য তিনি ইংল্যান্ডে চলে যেতে চান। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসাবে কাজ শুরু করতে চান তিনি। শুধু তাই নয়, তাঁর পরিবারের অনেকেই সেখানে থাকেন। এর পর থেকে তাঁদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার। 

শহরের মেয়ে হয়েও গ্রামের জীবন খুব পছন্দের ছিল সিয়েনার। ভালোবাসতেন ঘোড়া চড়তে। কয়েক সপ্তাহ আগে সেই শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। তখন ঘটে অঘটন। ঘোড়া উলচে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনাও। চোট পান। সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এর পরে লাইফ সাপোর্ট ব্যবস্থা দিয়ে রাখা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। 

(আরও পড়ুন: মিলল সেন্সরের ছাড়পত্র, ৮ বছর পর শাপমোচন! বাংলাদেশে এই দিনে মুক্তি পাচ্ছে পাঠান)

শেষ পর্যন্ত চিকিৎসকরা জানান, ফিরে আসার আর কোনও সম্ভাবনা নেই সিয়েনার। পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের সূত্রেই জানানো হয়েছে জীবনাবসান হয়েছে অস্ট্রেলিয়ার মডেলের। তাঁর এজেন্টরাও জানিয়েছে একই কথা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন