বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kapil Sharma Show: সবেধন নীলমণি একটা হিট! ‘কাঠপুতলি’ নিয়ে ঠাট্টা করতেই কপিলকে জোর ধমক অক্ষয়ের

The Kapil Sharma Show: সবেধন নীলমণি একটা হিট! ‘কাঠপুতলি’ নিয়ে ঠাট্টা করতেই কপিলকে জোর ধমক অক্ষয়ের

কাঠপুতলি নিয়ে কোনও ইয়ার্কি শুনতে রাজি নন অক্ষয় কুমার। 

কাঠপুতলির সিনেমার নাম আগে রাখা হয়েছিল মিশন সিনড্রেলা। কপিল এই কথা বলতেই বিরক্ত হলেন অক্ষয়। একটু রাগারাগিও করলেন। 

পরপর সিনেমা ফ্লপ করেছে অক্ষয় কুমারের। তবে সেদিক থেকে দেখতে গেলে ওটিটি-তে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার ‘কাঠপুতলি’ অনেকটাই সফল। গত ২ সেপ্টেম্বর ‘ডিজনি প্লাস হটস্টার’-এ মুক্তি পেয়েছে এই ছবি। সামলোচকদের প্রশংসা পেয়েছে এই সিনেমা। সঙ্গে ওটিটি-তেও ‘দর্শকদের পছন্দের সিনেমা’র তালিকায় ঢুকে পড়েছে। এমনকী, মুক্তির প্রথম সপ্তাহেই পেয়ে গিয়েছিল ‘মোন্ট ভিউড’ এর তকমা। আর সেই ছবি নিয়েই নাকি ঠাট্টা করলেন কপিল! রাগ তো যে কারও হবে।

‘কাঠপুতলি’র টিম থেকে কপিলের শো-তে এসেছিলেন অক্ষয় কুমার, রকুলপ্রীত সিং, চন্দ্রচূড় সিং আর শরগুন মেহতা। ছিলেন সিনেমার প্রযোজক জ্যাকি ভাগনানিও। অক্ষয়ের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই দর্শকদের দিকে তাকিয়ে কপিল বলে ওঠেন, ‘যখন কাঠপুতলির শ্যুট হচ্ছিল লন্ডনে, তখন শুনেছিলাম এই সিনেমার নাম হবে মিশন সিনড্রেলা। পরে নাম বদলে কাঠপুতলি করে দেওয়া হয়।’ এরপর কপিল অক্ষয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছোঁড়েন, ‘এটা করতে কি কোনও ঠাকুরমশাই বলেছিল, নাকি এই নামটা ভিসা পায়নি!’ আরও পড়ুন: গোঁফ নিয়ে যাচ্ছেতাই কাণ্ড! জানুন কী হয়েছিল মেট্রোয় একেনবাবু থুরি অনির্বাণের সঙ্গে

জবাবে অক্ষয় বলে ওঠেন, ‘মিশন সিনড্রেলা কখনও নাম ছিলই না। একটা ভুয়ো খবর কেউ ছড়িয়ে দিয়েছিল। আমার মিশন মঙ্গল সিনেমা চলে গিয়েছিল, তো কেউ বলেছিল মিশন সিনড্রেলা নামটা রেখে দাও।’

এরপর একটু বিরক্ত হয়েই বলেন অক্ষয়, ‘কী করে এই সিনেমার নাম মিশন সিনড্রেলা হতে পারে। এটা একটা সাইকো থ্রিলার। এটার মিশন কী হবে?’ আর এরপর তড়িঘড়ি খিলাড়ি কুমারকে শান্ত করতে কপিল বলতে শুরু করেন, ‘রাগ কেন করছ? আমি তো এমনিই জিজ্ঞেস করেছিলাম।’

এরপর অক্ষয় অর্চনার দিকে তাকিয়ে বলতে শুরু করেন, ‘ও কী করে ভুয়ো খবরে আরও হাওয়া দেয়। রাগ হয়ে যায় ওর উপর।’ আর তাতে হাসতে হাসতে কপিলের স্বীকারক্তি, ‘আমার ব্যবসাই তো ভুয়ো খবরের উপর নির্ভর করে চলছে। আমি কী করব?’ একথা কিন্তু সত্যি, একদম প্রথমে এটাই খবর ছিল ছবির নাম হবে মিশন সিনড্রেলা যা পরে টিজারে জানা যায় কাঠপুতলি।

 

বন্ধ করুন
Live Score