কপিল শর্মার বিখ্যাত শো 'দ্য কপিল শর্মা শো'। সেখানে বিচারক হিসেবে দেখা মেলে অভিনেত্রী অর্চনা পূরণ সিংয়ের। শেখর সুমনের সঙ্গে 'ইন্ডিয়াস লাফটার চ্যাম্পিয়ন'-এরও বিচারকে আসনে ছিলেন অর্চনা। একাধিক বলিউড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছোট পর্দায় ধারাবাহিকেও কাজ করেছেন তিনি।
অর্চনা পূরণ সিংকে 'লাফটার কুইন'-ও বলা হয়ে থাকে। অনেক বছর ধরে কমেডি শোতে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। কপিল শর্মা এবং তার দল 'দ্য কপিল শর্মা শো'-তে অর্চনাকে নিয়ে প্রচুর রসিকতাও করে থাকে। কিন্তু জানেন কি হেসে আর শো-এর মধ্যে ফোড়ন কেটে কত টাকা আয় করেন তিনি? 'দ্য কপিল শর্মা শো'-এর ৮০টা এপিসোডের জন্য মোট কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?
আরও পড়ুন: পিঠের ব্যাথা, পায়ের আঙুল ভাঙা! একাধিক সময় চোট নিয়ে শ্যুটিং করেছেন নুসরত
কিছুদিন আগেই শেষ হয়েছে 'দ্য কপিল শর্মা শো'-এর চলতি বছরের সিজন। একাধিক সূত্র মারফত খবর, কপিল শর্মা শো-এ সর্বশেষ সিজেনের জন্য এপিসোড পিছু ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন তিনি। প্রতি সপ্তাহে দুটি করে এপিসোড থাকে। ৮০টি এপিসোডে মিলিয়ে মোট ৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
আরও পড়ুন: থাই থেকে ফেটে পড়ছে গ্ল্যামার, নীল ব্যাকলেস টপে যৌবন উপচে পড়ছে জ্যাকলিনের
প্রায় চার বছর ধরে শো-এর সঙ্গে যুক্ত অর্চনা। প্রসঙ্গত, ২০১৯ সালে 'দ্য কপিল শর্মা শো' থেকে নভজ্যোৎ সিং সিধুর বদলে আসেন অর্চনা পূরণ সিং। শো চলাকালীন, একাধিক সময়ে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী। বিভিন্ন সময় তাঁকে নিয়ে ট্রোল ও মিমও হয়েছে। যদিও কোনও বিতর্কেরই জবাব দেননি তিনি।