বাংলা নিউজ > বায়োস্কোপ > অর্চনার চিন্তাই সারাক্ষণ! রাতে ‘পরমীত’ বলে চেঁচাও না তো কপিল? খোঁচা শাহিদের

অর্চনার চিন্তাই সারাক্ষণ! রাতে ‘পরমীত’ বলে চেঁচাও না তো কপিল? খোঁচা শাহিদের

কপিল ক্লিন বোল্ড

শাহিদের গুগলিতে ক্লিন বোল্ড কপিল! 

বছর শেষে জার্সি নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন শাহিদ কাপুর। বিপরীতে ম্রুণাল ঠাকুর। কবীর সিং-এর কামব্যাকের জন্য মুখিয়ে রয়েছে দর্শক। আপাতত ছবির প্রচারে ব্যস্ত তারকা। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন শাহিদ ও ম্রুণাল। সেখানেই হোস্ট কপিল শর্মার রীতিমতো ক্লাস নিলেন শাহিদ। কমেডিয়ানকে খোঁচা দেওয়ার কোনও সুযোগ হাতছাড়া করেননি শাহিদ। 

‘দ্য কপিল শর্মা শো’-এর অবিচ্ছেদ্য অঙ্গ অর্চনা পূরণ সিং। প্রত্যেক এপিসোডে অর্চনাকে নিয়ে মশকরা করতে ছাড়েন না কপিল। আর অর্চনার প্রতি কপিলের এই অবসেশন নিয়েই এবার তাঁকে খোঁচা দিলেন শাহিদ কাপুর। 

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, শাহিদ কপিলকে বলছেন- ‘তোমার মধ্যে তো একটা অর্চনা পূরণ সিং বাস করে’। এরপর অর্চনার উদ্দেশে শাহিদ বলেন, ‘আপনি ওর ভিতরে ঢুকে গিয়েছেন, পুরোপুরিভাবে একাত্ম হয়ে গিয়েছেন, আর এখন ওর ভিতর থেকে বাইরে আসছেন’।

শাহিদ যোগ করেন, ‘ও (কপিল) রাতেও হয়ত আপনার আওয়াজ বার করে চিত্কার করে উঠে, পরমীতে…’। উল্লেখ্য, অর্চনার স্বামীর নাম পরমীত শেট্টি। শাহিদের এই কীর্তি দেখে থ কপিল আর ম্রুণাল। হেসে লুটোপুটি খেল দর্শকরা। 

একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প বলবে জার্সি। ছেলের ইচ্ছা পূরণের জন্য চল্লিশ ছুঁইছুঁই সেই ক্রিকেটার ফের একবার ব্যাট হাতে তুলে নেবে। কারণ ছেলের ইচ্ছা বাবা তাঁকে উপহার দিক টিম ইন্ডিয়ার জার্সি। গৌতম তিন্নানাউরি পরিচালিত জার্সি একই নামের তেলুগু ছবির রিমেক। এই ছবিতে দেখা মিলবে শাহিদের বাবা পঙ্কজ কাপুরেরও।

 

বায়োস্কোপ খবর

Latest News

ধর থেকে মাথা আলাদা, ‘মুসলিম’রা বাংলাদেশে ভাঙছে দুর্গা মূর্তি, ছবি দিলেন তসলিমা ‘এ কেমন নিয়ম’! RTM নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে চিঠি!সরাসরি ৬ রিটেনের পথে হাঁটবে দল? শারদীয়া উপলক্ষে যাত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থাকছে বড় চমক কলকাতার নাকের ডগায় ১৬ বছরের কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণ প্রতিবেশী কাকার নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে চুপ পুলিশ, জনরোষ সামলাতে মহিষমারিতে জারি অঘোষিত কার্ফু মিস ফিল্ড,ক্যাচ মিস! কিউয়িদের বিপক্ষে হারেও উজ্জ্বল জেমিমার ফিল্ডিং…জিতলেন পদক… মোটা বলে কাজ পেতেন না টলিউডে! এবার ‘মিঠিঝোরা’য় এ কেমন চরিত্র পেলেন অনামিকা বিষকুম্ভ যোগ তৈরি হয়েছে, অনেকের বাড়বে রাগ! তবু চিন্তা নেই, লাভ হবে কিছু রাশির সারা বিশ্ব আজ পালন করছে শিক্ষক দিবস, ভারতে পালনের ঠিক এক মাস পরেই কেন আবু ধাবিতে NBA গেমসে হঠাৎই দেখা! দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধরা দিলেন একই ফ্রেমে!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.