স্ত্রী পল্লবী জোশির সঙ্গে একযোগে মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন পরিচালক বিবেক আগ্নিহোত্রী। মুম্বইয়ের ভারসোভা এলাকায় একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট কিনেছেন তাঁরা। জানা গিয়েছে, নতুন ওই ফ্ল্যাটের মূল্য ১৭ কোটি ৯২ লাখ টাকা। বিবেক অগ্নিহোত্রী ব্লকবাস্টার হিট ফিল্ম ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক ছিলেন এবং তার স্ত্রী পল্লবী জোশী এই ছবিতে অর্থ বিনিয়োগ করেছিলেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, দু'জনেই এই সম্পত্তি কিনেছেন এক্সট্যাসি রিয়েলটি প্রকল্পের ডেভেলপারের কাছ থেকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপার্টমেন্টের ৩০ তলায় ৩ হাজার ২৫৮ বর্গফুট এলাকা জুড়ে এই নতুন ফ্ল্যাট। অ্যাপার্টমেন্টের সঙ্গে তিনটি গাড়ি পার্কিং স্লটও রয়েছে। খবর অনুযায়ী, বিবেক ও তাঁর স্ত্রী ১ কোটি ৭ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জনে ছাই! ‘রানি’ দীপিকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, মুখ খুললেন রণবীর
হিসেব বলছে, ফ্ল্যাটের প্রত্যেক স্কোয়্যার ফুটের দাম ৫৫ হাজার টাকা। সম্পত্তির কাগজপত্র এবং বিশদ বিবরণ Indextap.com এ রয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের কাহিনী বর্ণনা করে 'দ্য কাশ্মীর ফাইলস'। ব্লকবাস্টার হিট তকমা পেয়েছে এই ছবি। বক্স অফিসে ৩৪০ কোটিরও বেশি আয় করেছে এই ছবি। আরও পড়ুন: আড্ডা, ঠাকুর দেখা, ঢাক বাজানো, কোমর দুলিয়ে নাচ! কেমন কাটল রাজ-শুভশ্রীর অষ্টমী
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশি, চিন্ময় মন্ডলকর প্রমুখ। ছবিটি OTT প্ল্যাটফর্ম ZEE5-এ-ও মুক্তি পেয়েছে।