বাংলা নিউজ > বায়োস্কোপ > Oscar Reminder List: অস্কারের জন্য লড়তে পারবে কাশ্মীর ফাইলস, গাঙ্গুবাই, আরআরআর সহ একাধিক ভারতীয় ছবি

Oscar Reminder List: অস্কারের জন্য লড়তে পারবে কাশ্মীর ফাইলস, গাঙ্গুবাই, আরআরআর সহ একাধিক ভারতীয় ছবি

অস্কারের জন্য লড়তে পারবে কাশ্মীর ফাইলস

Oscar Reminder List: অস্কারের রিমাইন্ডার লিস্টে জায়গা পেল বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেলেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী।

২০২৩ সালের অস্কারের রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিল আরআরআর, কান্তারা, দ্য কাশ্মীর ফাইলস এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি। বিবেক অগ্নিহোত্রী এই সুখবর তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।

মঙ্গলবার ১০ জানুয়ারি পরিচালক বেলা ১২টা নাগাদ তাঁর টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়ে একটি টুইট করেন। তিনি তাঁর পোস্টে লেখেন, 'দ্য কাশ্মীর ফাইলস অস্কার ২০২৩ -এর জন্য শর্টলিস্টেড হল। দ্য আকাদেমির প্রথম লিস্টে এই ছবি শর্টলিস্টেড হল। ভারতের তরফে যে ৫টি ছবি এই লিস্টে জায়গা করে নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। আমি ওদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ছবির জন্য এটা একটি দারুন বছর।'

কিন্তু কোন বিভাগে এই ছবিটি ঠাঁই পেল? এই বিষয়ে একজনের প্রশ্নের উত্তরে তিনি লেখেন যে সেরা অভিনেতা বিভাগে এই ছবির তিন অভিনেতা এবং এক অভিনেত্রী নিজেদের জায়গা করে নিয়েছেন। এঁদের মধ্যে আছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী। পরিচালকের কথায়, 'সেরা পরিচালক বিভাগে মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং দর্শন কুমার শর্টলিস্টেড হয়েছেন। আর সেরা অভিনেত্রী বিভাগে পল্লবী যোশী। এটা কেবল শুরু। সামনে এখন লম্বা পথ। ওঁদের সবাইকে আশীর্বাদ করুন।'

তবে শুধু বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য কাশ্মীর ফাইলস নয়, এই তালিকায় আছে ঋষভ শেঠির কান্তারা। ঋষভ শেঠি, কিশোর, অচ্ছুৎ কুমার সেরা অভিনেতা বিভাগে এবং সপ্তমী গৌড়া, মানসী সুধীর সেরা অভিনেত্রী বিভাগে জায়গা করে নিয়েছেন।

বাদ যায়নি আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি। এই ছবির জন্য আলিয়া ভাট এবং অজয় দেবগন শর্টলিস্টেড হয়েছেন।

আর মাধবনের রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট-ও শর্টলিস্টেড হয়েছে। শাহরুখ খান, আর মাধবন, সহ একাধিক অভিনেতা এই ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে শর্টলিস্টেড হয়েছেন। আরআরআরও আছে এই তালিকায়।

বন্ধ করুন