The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর নির্মাতারা দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, কী কথা হল
1 মিনিটে পড়ুন . Updated: 13 Mar 2022, 10:07 AM IST- ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল সোশ্যাল মিডিয়ায় জানালেন, প্রধানমন্ত্রী কী বলেছেন তাঁদের।
শনিবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী পল্লবী যোশি, প্রযোজক অভিষেক আগরওয়াল দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। শুক্রবার তাঁদের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সেই উপলক্ষেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তাঁরা। কী বললেন প্রধানমন্ত্রী? সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ছবির প্রযোজক।
কী লেখেছেন অভিষেক? তিনি লিখেছেন, ‘শ্রদ্ধের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দারুণ লাগল। উনি দ্য ক্শামীর ফাইলসের যেভাবে প্রশংসা করলেন এবং আমাদের উৎসাহ দিলেন, তাতে মুহূর্তটি আরও দামি হয়ে উঠল। এর আগে কোনও ছবি প্রযোজনা করে এত গর্ব হয়নি। প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
ছবির পরিচালক বিবেকও প্রায় একই কথা লিখেছেন। তাঁর কথায়, ‘অভিষেক, আপনার জন্য আমরা দারুণ খুশি। ভারতের সবচেয়ে কঠিন সত্যিটি নিয়ে একটা ছবি তৈরির সাহস আপনি দেখিয়েছেন। আমেরিকায় দ্য কাশ্মীর ফাইলস দেখানো হচ্ছে। এটা থেকেই বোঝা যায়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কীভাবে পৃথিবীর চিন্তাধার বদলে যাচ্ছে।’
‘দ্যা কাশ্মীর ফাইলস’-এ পল্লবী যোশি ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার। ছবির কাহিনি নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের সেই ভূখণ্ড ছাড়া নিয়ে। ছবিটি মুক্তির পরে পরেই প্রায় ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই হরিয়ানা সরকার ছবিটিকে করমুক্ত ঘোষণা করেছে।