বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন’, পুষ্কর নাথকে পাঠানো আসল চিঠি দেখালেন বিবেক

‘মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন’, পুষ্কর নাথকে পাঠানো আসল চিঠি দেখালেন বিবেক

পুষ্কর নাথকে পাঠানো আসল চিঠি

পরিচালক বিবেক বলেছেন, ছবির প্রতিটি দৃশ্য, ঘটনা ও সংলাপ বাস্তবের ওপর ভিত্তি করে তৈরি।

‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক আগ্নিহোত্রী। মুক্তির পর থেকেই দেশজুড়ে ছবি নিয়ে চর্চার শেষ নেই। বক্স অফিসে দেশজুড়ে প্রায় ৩০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে এই ছবি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী সোশ্যাল মিডিয়ায় ছবিটি সম্পর্কিত অনেক তথ্য শেয়ার করছেন। পুষ্কর নাথকে লেখা চিঠি এবং তার অনুবাদ টুইটারে পোস্ট করেছেন বিবেক।

পরিচালক বিবেক বলেছেন, ছবির প্রতিটি দৃশ্য, ঘটনা ও সংলাপ বাস্তবের ওপর ভিত্তি করে তৈরি। এর আগেও অনেক ভিডিয়ো পোস্ট করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। রিল ও রিয়েল লাইফের ঘটনা দেখা গিয়েছে সেই ভিডিয়োগুলিতে। ছবি মুক্তির পর ভুক্তভুগী পরিবারের সদস্যরাও সামাজিক মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্ক এখনও চলছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে মানুষ ছবিটিকে বিদ্বেষমূলক বলে মন্তব্য করেছেন। অন্যদিকে বিবেক অগ্নিহোত্রী ছবিটি সম্পর্কিত বিভিন্ন নথি শেয়ার করছেন। বর্তমানে তিনি পুষ্কর নাথ এবং মনোহর লালকে লেখা পুরনো চিঠি পোস্ট করেছেন।

চিঠিতে লেখা, ত্রালের প্রতিনিধিরা আমাদের জানিয়েছেন অনুসন্ধান চলছে এবং তারা উভয়েই এই অনুসন্ধানের জন্য দায়ী। তাতে লেখা ছিল তারা ইনফরমার। মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। মৃত্যুর আগে একটি সতর্কবাণীও ছিল যে, তুমি হাল ছেড়ে দাও, নইলে পরিণতি হবে মৃত্যু। চিঠিটি ছিল এরিয়া কমান্ডার এবং মুসলিম ইউনাইটেড গেরিলাদের প্রধান এরিয়া কমান্ডারের।

‘দ্য কাশ্মীর ফাইলস’-এ পুষ্কর নাথের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। তার ভূমিকাও প্রশংসিত হয়েছে। বিবেক অগ্নিহোত্রী কয়েকদিন আগে শ্যুটিংয়ের বিটিস ভিডিয়ো শেয়ার করেছিলেন। ছবিতে অনুপম খেরের মৃত্যুতে কতটা কেঁদেছিলেন তা তিনি দেখিয়েছিলেন। এর আগে বিবেক অনেক ভিডিয়ো শেয়ার করেছিলেন, যা আসলে কাশ্মীরে ঘটেছিল এবং সেগুলি ছবিতে তুলে ধরা হয়েছে।

 

বন্ধ করুন