বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kerala Story: হাসপাতালে ভর্তি আদা-সুদীপ্ত, পথ দুর্ঘটনার পর কেমন আছেন কেরালা স্টোরির নায়িকা-পরিচালক

The Kerala Story: হাসপাতালে ভর্তি আদা-সুদীপ্ত, পথ দুর্ঘটনার পর কেমন আছেন কেরালা স্টোরির নায়িকা-পরিচালক

জনসভায় যেতে গিয়ে দুর্ঘটনার কবলে আদা-সুদীপ্ত

The Kerala Story: ছবির প্রচারে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী আদা শর্মা এবং পরিচালক সুদীপ্ত সেন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেই জানান অভিনেত্রী। একেই সঙ্গে বলেন তাঁরা এখন সুস্থ আছেন।

পথ দুর্ঘটনার কবলে পড়েছেন পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen) এবং দ্য কেরালা স্টোরি (The Kerala Story) ছবির নায়িকা আদা শর্মা (Adah Sharma)। তাঁরা তাঁদের ছবির প্রচার করতে একটি জনসভায় যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই এই বিপদ ঘটে। একেই এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই, তার মধ্যে এমন দুর্ঘটনার ফলে অভিনেত্রীর ভক্তরা বেশ চিন্তায় পড়েছেন।

করিমনগরে হিন্দু একতা যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সুদীপ্ত সেন এবং আদা শর্মা। দুজনেই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন এবং আহত হন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। এখন তাঁরা দুজনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিনেত্রী জানিয়েছেন তাঁরা এখন ঠিক আছেন। আদা শর্মা তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি ঠিক আছি। অনেকেরই মেসেজ পেয়েছি, আমি বুঝতে পারছি আপনারা সবাই আমায় নিয়ে খুবই চিন্তা করছেন উদ্বিগ্ন হয়ে আছেন। আমাদের দুর্ঘটনার কথা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা সবাই এখন ঠিক আছে, কোনও বড়সড় বিপদ হয়নি। অনেক ধন্যবাদ আপনাদের।'

আদা তাঁদের স্বাস্থ্য আপডেট দিলেও করিমনগরের মানুষের কাছে ক্ষমা চাইলেন সুদীপ্ত। তিনি তাঁর পোস্টে জানান, 'আজ আমাদের যাওয়ার কথা ছিল ওখানে। করিমনগরের এক জনসভায় গিয়ে আমরা যুবক-যুবতীদের সঙ্গে আমার এই ছবি নিয়ে কথা বলতাম। কিন্তু হঠাৎ আমার শরীর খারাপ হওয়ায় অতদূর যেতে পারলাম না। ভীষণ দুঃখিত আমরা। করিমনগরের মানুষের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।'

প্রসঙ্গত কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করে হয়েছে। চলেছে চরম কটাক্ষ এবং সমালোচনা। একাধিক রাজ্যের হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই ছবি। তবুও এটির ব্যবসায় এতটুকু ঘাটতি দেখা যায়নি। ইতিমধ্যেই আদার এই ছবি ১০০ কোটির গণ্ডি ছাপিয়ে গিয়েছে। মাত্র ৯ দিনেই এই ছবি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে।

এই ছবিতে আদাকে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে দেখা গিয়েছে। তাঁকে কীভাবে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়, কীভাবে তিনি আইসিস দলে যোগ দেন সে সব কিছুই এই ছবিতে তুলে ধরা হয়। বাংলার মুখ্যমন্ত্রী এই ছবিকে উসকানিমূলক আখ্যা দেন এবং রাজ্যে কোনও অপ্রীতিকর হিংসার ঘটনা এড়াতে তিনি এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় বিষয়টা। সেখানেও রাজ্য সরকারকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়।

বন্ধ করুন