বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kerala Story Box Office Collection: লক্ষ্য ২০০ কোটি! বক্স অফিসে কামাল করে ১৬তম দিন কত আয় করল দ্য কেরালা স্টোরি

The Kerala Story Box Office Collection: লক্ষ্য ২০০ কোটি! বক্স অফিসে কামাল করে ১৬তম দিন কত আয় করল দ্য কেরালা স্টোরি

১৬তম দিন কত আয় করল দ্য কেরালা স্টোরি

The Kerala Story Box Office Collection: সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি বহুদিন আগেই ১৫০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। শুধু তাই নয়, ২০০ কোটিকে পাখির চোখ করে এগিয়ে চলেছে এই ছবি। শীঘ্রই ছুঁয়ে ফেলতে পারে দ্বিতীয় শতরানের মার্ক!

সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি বক্স অফিসে ফাটিয়ে খেলছে। এত বিতর্ক, এত ঝামেলা বোধহয় যেন এই ছবির জন্য শাপে বর হয়েছে এক প্রকার। একটার পর একটা মাইলফলক ছুঁয়ে এগিয়ে চলেছে এই ছবি। ইতিমধ্যেই এটি ১৫০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। এখন এটির লক্ষ্য ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলা। এই বছরের আপাতত সব থেকে বেশি আয় করা বলিউডি ছবি হয়ে দাঁড়িয়েছে সুদীপ্ত সেন পরিচালিত, আদা শর্মা অভিনীত ছবি দ্য কেরালা স্টোরি।

১৫ তম দিনে এই ছবিটি তুলনায় একটু কম ব্যবসা করলেও ১৬ দিনে যেন আবার গতি ফিরে পেল। এই ছবির বর্তমান আয় দাঁড়িয়েছে ১৮৭.৩২ কোটি টাকা। ১৬ তম দিনে ছবিটি দেশ জুড়ে ৯ কোটি টাকা রোজগার করেছে বলেই জানানো হয়েছে।

এই ছবিতে মুখ্য ভূমিকায় আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানিকে দেখা যাচ্ছে। কেরলের এমন কিছু মহিলার কথা এই ছবিতে দেখানো হয়েছে যাঁদের এক প্রকার ব্রেনওয়াশ করিয়ে ধর্মান্তরিত করা হয়, এবং তার পর আইসিস দলে নিয়োগ করা হয়।

এই ছবিটির গল্প লেখা থেকে পরিচালনা করা সবই সুদীপ্ত সেনের করা। প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই এটিকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। চলেছে নানা বিতর্ক। পশ্চিমবঙ্গ সরকার এই ছবিকে নিষিদ্ধ পর্যন্ত ঘোষণা করে দিয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে। বাংলায় এখনও এই ছবি চালু না হলেও দেশের অন্যান্য জায়গায় রমরমিয়ে চলছে এই ছবি। আর তার ফল বক্স অফিসে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল পাঠান। সেই ছবি সমস্ত রেকর্ড ভেঙে গুড়িয়ে শীর্ষে বসে আছে। এই ছবি বলিউডের সব থেকে বেশি আয় করা ছবির তকমা পেয়েছে। এই বছর ইতিমধ্যেই মুক্তি পাওয়া রণবীর কাপুরের তু ঝুঠি ম্যায় মক্কার, ভাইজান ওরফে সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান সমস্ত ছবিকে বক্স অফিসে হারিয়ে আদা শর্মা অভিনীত দ্য কেরালা স্টোরি এখনও পর্যন্ত এই বছরের দ্বিতীয় আয় করা বলিউডি ছবির খেতাব ধরে রেখেছে।

বন্ধ করুন