বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kerala Story Collection: লাফিয়ে বাড়ল বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’র আয়! ৬ দিনে কত কোটি লক্ষ্মীলাভ?

The Kerala Story Collection: লাফিয়ে বাড়ল বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’র আয়! ৬ দিনে কত কোটি লক্ষ্মীলাভ?

কত টাকা কামাই করল দ্য কেরালা স্টোরি? 

The Kerala Story box office collection day 6: বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দ্য কেরালা স্টোরি’। বাংলায় ব্যানের কোনও প্রভাবই পড়ল না কালেকশনে। বিজেপি শাসিত তিন রাজ্যে করমুক্ত এই ছবির আয় বুধবার বাড়ল ৭.৭২%। 

পশ্চিমবঙ্গ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে ‘দ্য কেরালা স্টোরি’কে। তামিলনাড়ুতে হল মালিকরা এই ছবি প্রদর্শন করছেন না। তা সত্ত্বেও দিন দিন বেড়েই চলেছে পরিচালক সুদীপ্ত সেনের এই ছবির আয়। ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও সোমবার থেকে লাগাতার দু-অঙ্কের ঘরে কামাই করেছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবির নামের সঙ্গে কোনও তথাকথিত তারকার নাম জড়িয়ে নেই, তবুও বিতর্ক আর কনটেন্টে ভর করেই বক্স অফিসে অপ্রতিরোধ্য বিপুল শাহ প্রযোজিত এই ছবি।

বুধবারও দেশজুড়ে এই ছবি দেখতে দর্শকদের ভিড় উপচে পড়ল হলে। দেশজুড়ে মোট ১২ কোটি টাকার ব্যবসা করেছে আদাহ শর্মা, যোগিতা বিহানি অভিনীত এই ছবি। মঙ্গলবারের চেয়ে ৭.৭২% বেড়েছে ছবির আয়। গতকালই বক্স অফিসে ৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল এই ছবি, আর ৬ দিনে মোট ৬৮.৮৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’।

বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে জানান, ‘দ্য কেরালা স্টোরি অপরাজেয় এবং অপ্রতিরোধ্য….. স্বপ্নউড়ান জারি রয়েছে সপ্তাহের শুরুর দিনগুলোতেও….বুধবার আয় ১২ কোটি টাকা, মোট আয় ৬৮.৮৬ কোটি টাকা’।ইতিমধ্যেই ‘ব্লকবাস্টার’-এর খেতাব পেয়েছে এই ছবি। এই গতিতে এগোতে থাকবে আগামী কয়েকদিনের মধ্যে সলমনের ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর কালেকশনকে ছুঁয়ে ফেলবে ‘দ্য কেরালা স্টোরি’।

এক নজরে ভারতে ‘দ্য কেরালা স্টোরির’ কালেকশন*

শুক্রবার- ৮.০৩ কোটি টাকা

শনিবার- ১১.২২ কোটি টাকা

রবিবার- ১৬.৪০ কোটি টাকা

সোমবার- ১০.০৭ কোটি টাকা

মঙ্গলবার- ১১.১৪ কোটি টাকা

বুধবার- ১২.০০ কোটি টাকা

(*তথ্যসূত্র- বক্স অফিস ইন্ডিয়া)

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর ফের একবার বিতর্কে ভর দিয়েই বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে কোনও ছবি তা অস্বীকার করার জো নেই। দর্শকদের পাশাপাশি সমালোচকদের সঙ্গে কমবেশি ভালো সাড়া পেয়েছে এই ছবি। ছবির ট্রেলারে দাবি করা হয়েছিল কেরল থেকে ৩২ হাজার মহিলাকে গায়েব করা হয়েছে, ছলে-বলে-কৌশলে তাঁদের ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে এবং সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের অত্যাচারের শিকার সেইসব মহিলারা। সেই নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। পরে নির্মাতারা ৩২ হাজার সংখ্যাটি ছবি থেকে সরিয়ে দেন। ট্রেলারটিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়নি। তাতেও বিতর্কের আঁচ কমেনি। ইতিমধ্যেই বাংলায় এই ছবির বিরুদ্ধে জারি নিষেধাজ্ঞার নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছেন নির্মাতারা। এই ঘটনায় রীতিমতো সরগম দেশের রাজনৈতিকমহল। অন্যদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পর বিজেপি শাসিত অপর রাজ্য হরিয়ানাতেও করমুক্ত ঘোষণা করা হয়েছে ধর্মান্তকরণের এই ছবি। 

বন্ধ করুন