বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kerala Story Collection: ২০০ কোটির লক্ষ্যে এগোচ্ছে ‘দ্য় কেরালা স্টোরি’,নজির গড়ার পথে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন

The Kerala Story Collection: ২০০ কোটির লক্ষ্যে এগোচ্ছে ‘দ্য় কেরালা স্টোরি’,নজির গড়ার পথে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন

২০০ কোটির পথে দ্য কেরালা স্টোরি 

The Kerala Story Collection: বলিউডের অন্য বাঙালি পরিচালকদের ফুৎকারে পিছনে ফেললেন সুদীপ্ত সেন। প্রথম বাঙালি পরিচালক হিসাবে ২০০ কোটির এলিট ক্লাবে নাম লেখাবেন তিনি। 

নতুন নজির গড়ার পথে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। শুক্রবার ‘দ্য় কেরালা স্টোরি’র প্রচারে কলকাতায় এসে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন জলপাইগুড়ির ভূমিপুত্র। সুপ্রিম রায় সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গে হল পাচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি?’ সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন পরিচালক। জানিয়েছেন হল মালিকদের কাছে হুমকি ফোন আসছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, পদ্মাবতের ক্ষেত্রে শিল্পীর বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা মমতা তাঁর ছবির বেলায় কেন অন্য অবস্থান নিচ্ছেন? এই বিতর্ক সঙ্গে নিয়েও বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দ্য কেরালা স্টোরি’।

শুক্রবার দেশজুড়ে ৬.৬০ কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবির। যার সুবাদে বক্স অফিসে সহজেই ১৭৫ কোটির মাইলস্টোন পাড় করে ফেলল ‘দ্য কেরালা স্টোরি’। তৃতীয় সপ্তাহে পা দিয়ে এই ছবির ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে ১৭৮.৩২ কোটি টাকা। শনিবার ও রবিবার ছুটির দিনে ছবির আয় বেশ খানিকটা বাড়বে। ফলে সপ্তাহান্তে ২০০ কোটির কাছাকাছি পৌঁছে যাবে ‘দ্য কেরালা স্টোরি’ তা একপ্রকার নিশ্চিত।

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় জানান, ‘২০০ কোটির দিকে পা বাড়াচ্ছে… শনিবার ও রবিবার নিঃসন্দেহে আয় বাড়বে। শুক্রবার ছবির কালেকশন ছিল ৬.৬০ কোটি টাকা। মোট আয়- ১৭৮.৩২ কোটি টাকা’।

আরও পড়ুন-‘বাংলায় দ্য কেরালা স্টোরি চালানো যাবে না, হুমকি ফোন আসছে হল মালিকদের কাছে’, বোমা ফাটালেন পরিচালক সুদীপ্ত সেন

‘দ্য কেরালা স্টোরি’ সংবাদ শিরোনামে উঠে আসবার আগে হাতেগোনা বেশকিছু ছবি ও তথ্যচিত্র পরিচালনা করেছিলেন তিনি। তবে সেইভাবে খ্য়াতি আসেনি। জানেন কী ‘দ্য কেরালা স্টোরি’ ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়লে নতুন ইতিহাস রচবেন সুদীপ্ত সেন। প্রথম বাঙালি পরিচালক হিসাবে বলিউডের ২০০ কোটির এলিট ক্লাবে ঢুকে পড়বেন তিনি। 

সুদীপ্ত সেনের আগে একমাত্র বাঙালি পরিচালক অনুরাগ বসুর ‘বরফি’ ছবিটি ১০০ কোটির বেশি টাকা কামাই করেছে দেশের বক্স অফিসে। সুতরাং সুদীপ্ত সেনের হাত ধরে নতুন নজির গড়ার পথে বাঙালি। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের গোড়ার দিকেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন সুদীপ্ত সেন। 

আরও পড়ুন-এত জঘন্য! অরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদে ফেলেন অনুরাধা পড়োয়াল, উগরোলেন ক্ষোভ

গত ৫ই মে মুক্তি পেয়েছিল ধর্মান্তকরণের গল্প নির্ভর ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি অভিনীত এই ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিপুল শাহ।

বন্ধ করুন