বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kerala Story: নিষেধাজ্ঞায় সুপ্রিম স্থগিতাদেশ, তবু আগামী ৩ হপ্তা বাংলায় নেই ‘দ্য কেরালা স্টোরি’

The Kerala Story: নিষেধাজ্ঞায় সুপ্রিম স্থগিতাদেশ, তবু আগামী ৩ হপ্তা বাংলায় নেই ‘দ্য কেরালা স্টোরি’

দ্য কেরালা স্টোরি

প্রিয়া এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ দত্ত সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘এটি একটি ব্লকবাস্টার মুভি তবে  আগামী দুই-তিন সপ্তাহের জন্য সমস্ত স্লট পূর্ণ হয়ে গেছে। বুক করা স্লটগুলি বাতিল করা আমাদের পক্ষে সম্ভব নয়। আগামী  তিন সপ্তাহ পর আমরা দ্য কেরালা স্টোরি দেখানোর কথা ভাবতে পারি।’

'দ্য কেরালা স্টোরি' এরাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর সেই ঘোষণায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের রায়ের পরও শেষপর্যন্ত ঠিক কবে ‘দ্য কেরালা স্টোরি’ দেখা যাবে, তা নিয়ে এখনও এরাজ্যে অনিশ্চয়তা রয়েছে। কারণ এরাজ্যের হল মালিকরা জানাচ্ছেন, আগামী ৩ সপ্তাহ পর্যন্ত কোনও স্লট ফাঁকা নেই। তাই দ্য কেরালা স্টোরিকে স্লট ছাড়া এখনই সম্ভব হবে না। তিন সপ্তহ পরে পরিস্থিতি কী হয় তা দেখে তবেই এই ছবিটি দেখানোর বিষয়ে ভাববেন। এরাজ্যের হল মালিকদের কথায়, যে স্লট অন্য ছবির জন্য আগে থেকে বুক রয়েছে, সেগুলি তাঁদের পক্ষে বাতিল করা কোনওভাবেই সম্ভব নয়।

এবিষয়ে প্রিয়া এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অরিজিৎ দত্ত সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘এটি একটি ব্লকবাস্টার মুভি তবে আমরা দুঃখিত যে এটা এখনই দেখাতে পারব না। কারণ, আগামী দুই-তিন সপ্তাহের জন্য সমস্ত স্লট পূর্ণ হয়ে রয়েছে। বুক করা স্লটগুলি বাতিল করা আমাদের পক্ষে সম্ভব নয়। আগামী দুই বা তিন সপ্তাহ পর আমরা দ্য কেরালা স্টোরি দেখানোর কথা ভাবতে পারি।’

অরিজিৎ আরও বলেন, দ্য কেরালা স্টোরির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে ছবিটি বেশ ভালোই চলছিল। তাঁর কথায়, তিনি 'আশাবাদী' যে সুযোগ দেওয়া হলে রাজ্যের হলগুলিতে '৫০ দিন' পর্যন্ত এই সিনেমা চলবে।

এদিকে এর আগে এই ছবি চালানোর বিষয়ে নবীনা সিনেমা হলের কর্ণধার নবীন চৌখানি ই-টাইমসকে জানিয়েছিলেন, ‘বৃহস্পতিবার 'ফাস্ট এক্স' রিলিজ হওয়ায় আমরা ইতিমধ্যেই আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি। আমরা দ্বিতীয় সপ্তাহে 'ফাটাফাটি' চালিয়ে যাচ্ছি। তাই, এই সপ্তাহে দ্য কেরালা স্টোরির জন্য আমাদের কাছে কোনও জায়গা নেই।’

এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও কেন ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গে দেখানো যাচ্ছে না সে বিষয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক সুদীপ্ত সেন। তিনি এএনআই-বলেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের ডিস্ট্রিবিউটারর্সদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আমরা হল মালিকদের কাছ থেকে ফোন পেয়েছি, তাঁরা বলছেন, ছবিটি যাতে না দেখানো হয়, সেজন্য তাঁদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে।’ পরিচালক আরও জানান, ‘কারা হল মালিকদের হুমকি দিচ্ছেন তাঁদের নাম জানতে পারলে তিনি অবশ্যই তা প্রকাশ করবেন।’

প্রসঙ্গত, নিষেধাজ্ঞার আগে বাংলার ৯৪টি হলে মুক্তি পেয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’। নিষিদ্ধ ঘোষণার আগে পর্যন্ত ছবিটি ভালো ব্যবসাও করেছিল। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন