বাংলা নিউজ > বায়োস্কোপ > Jio Studios: মিঠুনের কাবুলিওয়ালা, সৃজিতের দশম অবতার- জিও স্টুডিওজ আসছে বাংলা ছবির ঝুলি নিয়ে, দেখুন তালিকা

Jio Studios: মিঠুনের কাবুলিওয়ালা, সৃজিতের দশম অবতার- জিও স্টুডিওজ আসছে বাংলা ছবির ঝুলি নিয়ে, দেখুন তালিকা

বাংলা ছবির রোডম্যাপ বদলাতে এল জিও স্টুডিওজ

Jio Studios: জিও স্টুডিওজ এসভিএফের হাত ধরে একগুচ্ছ ছবি নিয়ে আসছে। আর সেই ছবিগুলোর তালিকা প্রকাশ্যে এল। এর মধ্যে আছে মিঠুনের কাবুলিওয়ালা থেকে সৃজিতের দশম অবতার, অর্ণর অথৈ, ইত্যাদি।

এ যেন ভূতের রাজার তিন বরের এক বর! যা ছবি দেখতে চাইবেন সামনে এনে হাজির করবে। কিংবা যেন অ্যালেক্সা বা সিরি! খালি বলার অপেক্ষা অমুক পরিচালকের ছবি চালাও, তমুক পরিচালকের নতুন ছবি চাই আর চুটকিতে এনে হাজির করে দেবে। হ্যাঁ, অন্তত তেমন কিছুই ঘটতে চলেছে বাংলায়। জিও স্টুডিওজ ভারত জুড়ে যে ১০০টি ছবি আনছে তার মধ্যে আসন্ন বাংলা ছবিগুলোর তালিকা প্রকাশ্যে এল একটি টিজার ভিডিয়োর মাধ্যমে।

তবে বাংলায় একা জিও স্টুডিও নয় এই কাজের জন্য তাদের সঙ্গে হাত মিলিয়েছে এসভিএফ। এই দুই প্রযোজনা সংস্থা মিলে ফাটাফাটি ছবি দিল। কী কী থাকবে তালিকায়? আসুন দেখে নেওয়া যাক।

জিও স্টুডিওজ এবং এসভিএফের যৌথ প্রযোজনায় যা যা ছবি আসছে:

অনির্বাণ ভট্টাচার্যের অথৈ আসছে। বল্লভপুরের রূপকথার চরম সাফল্যের পর ২০২৪ সালে অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত অথৈ মুক্তি পেতে চলেছে। এই ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টরের কাজ করবেন অনির্বাণ ভট্টাচার্য। ছবিটি ২০২৪ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে।

ধ্রুব বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন বগলা মামা যুগ যুগ জিও। এই ছবিটি ২০২৩ সালের অর্থাৎ এই বছরের অগস্টে মুক্তি পাবে।

মিঠুনের হাত ধরে শীতের ছুটিতে পৌঁছে যাওয়া যাবে আফগানিস্তানে। সুমন ঘোষের কাবুলিওয়ালা মুক্তি পাচ্ছে ২০২৩ এর ডিসেম্বরে।

নাম না জানা গেলেও তালিকায় রাজ চক্রবর্তীরও একটি ছবি রয়েছে। এই ছবিটির নাম বা কোন মাসে মুক্তি পাবে সেটা এখনও জানা নেই। তবে এই ছবি যে ২০২৪ সালে আসছে সেটা নিশ্চিত।

এই তালিকায় সৃজিত মুখোপাধ্যায় থাকবেন না হয়! তিনি তাঁর Cop ইউনিভার্স নিয়ে হাজির হবেন। গল্প উঠে আসবে ২২ শ্রাবণ এবং ভিঞ্চি দার মিশেলে। ছবির নাম দশম অবতার। অভিনয়ে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিই হল এবারের পুজোর মূল আকর্ষণ।

এই সমস্ত ছবিগুলোর খোঁজ দিলেন খোদ অনির্বাণ ভট্টাচার্য। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিয়ো পোস্ট করে সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন।

এই ছবিগুলোর হাত ধরেই বদলে যাবে বাংলা ছবির রোডম্যাপ। তবে আর কী! উল্লিখিত ছবির জন্য অপেক্ষা থাক!

বন্ধ করুন