বাংলা নিউজ > বায়োস্কোপ > বিজয় সেতুপতির অভিনীত ‘মহারাজা’-এর মুকুটে নতুন পালক! কী অর্জন করল এই ছবি?

বিজয় সেতুপতির অভিনীত ‘মহারাজা’-এর মুকুটে নতুন পালক! কী অর্জন করল এই ছবি?

বিজয় সেতুপতি

বক্সঅফিসে বিরাট বাণিজ্যিক সাফল্যের পর নিথীলান স্বামীনাথন পরিচালিত এই ছবি ১২ জুলাই ওটিটিতে মুক্তি পায়। আর সেখানেও দারুণ সাফল্য অর্জন করে। কারণ, নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন যে এই 'মহারাজা' ছবিটি এখনও পর্যন্ত ২০২৪ সালে নেটফিক্স-এ সর্বাধিক দেখা ভারতীয় ছবি।

বিজয় সেতুপতির অভিনীত 'মহারাজা' ১৪ জুন মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে ঝড় তুলে ছিল। একদিকে যেমন সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা অর্জন করেছিল, অন্যদিকে, দর্শকদের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছিল। বক্সঅফিসে বিরাট বাণিজ্যিক সাফল্যের পর নিথীলান স্বামীনাথন পরিচালিত এই ছবি ১২ জুলাই ওটিটিতে মুক্তি পায়। আর সেখানেও দারুণ সাফল্য অর্জন করে। কারণ, নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন যে এই 'মহারাজা' ছবিটি এখনও পর্যন্ত ২০২৪ সালে নেটফিক্স-এ সর্বাধিক দেখা ভারতীয় ছবি। মাত্র ছয় সপ্তাহের মধ্যেই 'মহারাজা' আগের সমস্ত রেকর্ড ভেঙে এই রেকর্ডটি গড়েছে।

এর আগে পর্যন্ত সর্বাধিক দেখা ভারতীয় ছবির মুকুট ছিল টাবু, কারিনা কাপুর, এবং কৃতি স্যানন অভিনীত 'ক্রু'-এর মাথায়। তাছাড়াও কিরণ রাও পরিচালিত, আমির খান প্রযোজিত 'লাপাতা লেডিস' বক্স অফিসে সে ভাবে ঝড় তুলতে না পাড়লেও, ওটিটি রিলিজের পর বেশ ভালো ফল করেছিল, সকলের থেকে দারুণ সাড়া পেয়েছিল। বক্স অফিসের বক্লবাস্টার ছবি সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত 'অ্যানিম্যাল'কেও পিছনে ফেলে দিয়েছিল ‘লাপাতা লেডিস’।

আরও পড়ুন: 'কঠোরতম শাস্তি…' মহারাষ্ট্রের স্কুলে ২ শিশুর উপর যৌন নির্যাতন, গর্জে উঠলেন রীতেশ দেশমুখ

নির্মাতারা ২১ অগস্ট তাঁদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 'মজারাজা'-এর একটি পোস্টার ভাগ করে নিয়ে ক্যাপশনে লিখে এই খবর দেন। তাঁরা ক্যাপশনে লেখেন, ' এখন একটিই ব্লকবাস্টার সর্বত্র 'মহারাজ'। এটি ২০২৪ সালের এখন পর্যন্ত নেটফিক্স ইন্ডিয়া-তে সর্বাধিক দেখা ভারতীয় ছবি।'

বিজয় সেতুপতির অভিনীত নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা এই ছবি বর্তমানে যা ১৮.৬ মিলিয়ন ভিউ পেয়েছে। সেখানে তুলনামূলকভাবে বেশ অনেকটাই কম ভিউ পেয়েছে 'ক্রু' এবং 'লাপাতা লেডিস'- এর মতো ছবিগুলি। যথাক্রমে টাবু, কারিনা কাপুর, এবং কৃতি স্যানন অভিনীত 'ক্রু' ১৭.৯ মিলিয়ন এবং কিরণ রাও পরিচালিত, আমির খান প্রযোজিত 'লাপাতা লেডিস' ১৭.১ মিলিয়ন ভিউ পেয়েছে।

আরও পড়ুন: ব্যবসার নিরিখে 'স্ত্রী ২' রাজ্যে পার করল কোটির গণ্ডি, আরজি করের জেরে পদাতিক-বাবলি দেখল না দর্শক?

প্রসঙ্গত, বিজয় সেতুপতি ছাড়াও 'মহারাজা'- তে রয়েছে অনুরাগ কাশ্যপ, মমতা মোহনদাস, নটরাজন সুব্রামানিয়াম, অভিরামি গোপীকুমার, সিঙ্গামপুলি, আরুলদোস এবং মুনিশকান্ত। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, 'মহারাজা' ছবিটি বিশ্বব্যাপী ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা আয় করেছিল। মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে শুধু তামিলনাড়ু থেকে ভারতীয় মুদ্রায় ৬০ কোটি টাকা আয় করেছিল।

বায়োস্কোপ খবর

Latest News

রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.