বাংলা নিউজ > বায়োস্কোপ > Avatar New Movie: নতুন ‘অবতার’ নিয়ে যাবে একেবারে স্বপ্নের জগতে, ট্রেলর দেখে বলছেন অনেকেই

Avatar New Movie: নতুন ‘অবতার’ নিয়ে যাবে একেবারে স্বপ্নের জগতে, ট্রেলর দেখে বলছেন অনেকেই

বড়ো পর্দায় ফিরছে ‘অবতার’

Avatar New Movie: দীর্ঘ ১৩ বছর পর জেমস ক্যামারুনের ‘অবতার’কে আবার দেখা যাবে বড় পর্দায়।

হলিউডের কিংবদন্তি পরিচালক জেমস ক্যামারুন এই বুধবার তাঁর নতুন ছবি 'অবতার: দ্য ওয়ে অব ওয়াটার' এর ট্রেলার প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির ট্রেলারটি দেন পরিচালক।

২০০৯ সালে মুক্তি পায় ক্যামারুনের 'অবতার' ছবিটি। প্রশংসিত হয় সমস্ত মহল থেকেই।‌ সমালোচক থেকে দর্শক, প্রত্যেকেই মুগ্ধতার সঙ্গে গ্রহণ করেন এই ছবিকে। একাধিক পুরস্কারেও ভূষিত হয় এই ছবি।

এই ছবি অ্যাকাডেমি পুরস্কার পায় বেস্ট ভিজুয়াল এফেক্টস এর জন্য, বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য, বেস্ট প্রোডাকশন ডিজাইনের জন্য। ব্রিটিশ ম্যাগাজিন 'এম্পায়ারের' পক্ষ থেকে শ্রেষ্ঠ সিনেমা হিসেবে পুরস্কৃত হয় এই ছবি। এছাড়াও, গোল্ডেন গ্লোব, বাফটার মতো একাধিক সম্মানে সম্মানিত হয় 'অবতার'। দর্শকদের মধ্যেও উচ্ছ্বাসের ঝড় ওঠে এই ছবি নেই। এবার সেই প্রতিক্ষার অবসান ঘটিয়েই আসতে চলেছে ছবির দ্বিতীয় অংশ।

প্রায় আড়াই মিনিটের এই ট্রেলারে নজরে আসে প্যানডোরার চোখ ধাঁধানো কিছু সুন্দর ছবি। প্যান্ডোরা হলো পৃথিবীর মতোই একটি বসতভূমি। যা এর আগেও মূল ছবিটিতে দেখানো হয়েছিল।

আগের ছবিটির মতো এটাতেও প্যান্ডোরাকে ঠিক ততটাই সুন্দর লাগছে। ক্যামারুন দর্শককে আরও যত জলের গভীরে নিয়ে যাবে ততধিক সুন্দর হয়ে উঠবে এই ছবি।

'অবতার: দ্য ওয়ে অব ওয়াটার' ছবিটিতে রয়েছেন, জো সালডানা, স্যাম ওয়ার্থিংটন, সিগুরনে উইভার, স্টেফেন লাঙ, ক্লিফ কর্টিস, জয়েল ডেভিড মোর, সিসিএইচ পাউন্ডার, এডি ফ্যালকো, জেমেইন ক্লেমেন্ট এবং কেট উইন্সলেট। ছবিটি মুক্তি পেতে চলেছে 20th Century Studios এর প্রযোজনায়। ছবিটি মুক্তি পাবে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কান্নাড়া এবং মালায়ালমে। ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

জেমস ক্যামারুন তাঁর ছবি, 'অবতার: দ্য ওয়ে অব ওয়াটার' থেকে একাধিক দৃশ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রকাশ করছেন।

ডেডলাইন অনুযায়ী, এনাহেম কনভেনশন সেন্টারের ঘরে দুটো বড় স্ক্রিনে ছবিটির কিছু থ্রি ডি দৃশ্য দর্শকদের দেখানো হয়।

১৩ বছর আগে, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'অবতার' ছবিটির চিত্রনাট্য লেখেন ক্যামারুন এবং জস ফ্রিডম্যান।

বন্ধ করুন