ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, ধীরে ধীরে আগ্রহ প্রকাশ করছে ডকুমেন্টারি ওপর। কিছু বছর আগেও ডকুমেন্টারি খুব একটা জনপ্রিয়তা অর্জন করত না, কিন্তু ‘অ্যাংরি ইয়ং মেন’ জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে ডকুমেন্টারি তৈরি হওয়ার কাজ তৈরি হচ্ছে বলিউডে। এবার রোশন পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হতে চলেছে নতুন ডকু সিরিজ ‘দ্যা রোশনস’।
এই ডকুমেন্টারি মূলত তৈরি হবে হৃতিক রোশন, রাকেশ রোশান এবং রাজেশ রোশনকে নিয়ে। হিন্দি চলচ্চিত্রে রোশন পরিবারের অবদান ঠিক কতটা, সেটাই দেখানো হবে এই ডকুমেন্টারিতে। একদিকে হৃতিক রোশন যেমন অভিনেতা, অন্যদিকে রাকেশ রোশন পরিচালক তথা অভিনেতা এবং রাজেশ রোশন একজন সঙ্গীত পরিচালক এবং সুরকার। এমনকি দাদু রোশন লাল নাগরাথ ছিলেন একজন নামী সুরকার। সব মিলিয়ে হিন্দি চলচ্চিত্রে রোশন পরিবারের অবদান যে অনস্বীকার্য সেটা বলাই বাহুল্য।
আরও পড়ুন: কমিক্স থেকে ক্যামেরার সামনে ‘রাপ্পা রায়’! শুরু শ্যুটিং, রইল ছবি
আরও পড়ুন: 'মিঠাই' খ্যাতি দিলেও ছোটপর্দায় ফিরতে চান না সৌমিতৃষা! বললেন, 'টিভিকে মিস করি না, তবে...'
সম্প্রতি নিজের Instagram হ্যান্ডেলে একটি পোস্ট করে হৃতিক রোশন লেখেন, ভীষণ গর্বিত লাগছে এই ডকুমেন্টারির সদস্য হতে পেরে। হিন্দি চলচ্চিত্রে মিউজিক, ম্যাজিক এবং না ভোলার মত কিছু মুহূর্ত তৈরি হয়েছে আমাদের পরিবারের সদস্যদের ঘিরে। খুব তাড়াতাড়ি নেটফ্লিক্স - এ আসছে দ্যা রোশনস।#TheRoshansOnNetflix @hrithikroshan @rajeshroshan24 @rakesh_roshan9 @shashiranjan3010
রোশন পরিবারের তরফ থেকে আরও জানানো হয়েছে, তাঁরা নেটফ্লিক্স-এর কাছে ভীষণ কৃতজ্ঞ যে এই ডকুমেন্টারি তাঁদের প্লাটফর্মে দেখানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই প্লাটফর্মের মাধ্যমে এই ডকুমেন্টারি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে।
আরও পড়ুন: সামনেই রুবেলের সঙ্গে বিয়ে! ১৫ ঘণ্টা থাকেন উপোস, ১ মাসে কমিয়েছেন ৩ কেজি, ডায়েট শেয়ার করলেন শ্বেতা
আরও পড়ুন: অভিনয় নয়, ব্যবসাতেই লক্ষ্মীলাভ বিবেকের! ১২০০ কোটি টাকার মালিকের জীবন বদলালো কীভাবে?
পরিচালক শশী রঞ্জন বলেন, ‘আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই ডকুমেন্টারি পরিচালনা করতে পেরে। রোশন পরিবারের প্রত্যেক সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ তাঁদের সহযোগিতা পেয়ে। ‘কহ না পেয়ার হে’ সিনেমার গল্প থেকে শুরু করে রাকেশের গলার ক্যানসার, সবটাই ফুটে উঠবে এই সিরিজে।’
প্রসঙ্গত, এই ডকুমেন্টারিতে রোশন পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকতে দেখা যাবে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, শ্যাম কৌশলকে। খুব তাড়াতাড়ি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ডকুমেন্টারি।