বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video of Jawan: দেখে নিন, সোশ্যাল মিডিয়ায় Viral ‘জওয়ান’-এর দৃশ্য! শাহরুখের মারপিটে হাঁ অনুরাগীরা

Viral Video of Jawan: দেখে নিন, সোশ্যাল মিডিয়ায় Viral ‘জওয়ান’-এর দৃশ্য! শাহরুখের মারপিটে হাঁ অনুরাগীরা

‘জওয়ান’-এ একটি অ্যাকশন দৃশ্য লিক হয়ে গিয়েছে বলে অভিযোগ। 

Jawan scene allegedly leaked online: শাহরুখ খানের অনুরাগীদের বক্তব্য, ‘বাপ রে বাপ, এ কী সিনেমা হতে চলেছে!’

শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই। কারণ নাকি লিক হয়ে গিয়েছে শাহরুখ খানের আগামী ছবির একটি দৃশ্য। তার পর থেকেই সেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে ছবির প্রযোজনা সংস্থার আপত্তির কারণে সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সেই দৃশ্য। কিন্তু তার আগেই বহু মানুষ দেখে ফেলেছেন সেটি।

কী আছে সেই দৃশ্যে? দেখা গিয়েছে, বেদম মারপিট করছেন শাহরুখ খান। সিনেমা হলে এখন চলছে ‘পাঠান’। তার রেশ এখনও রয়েছে অপরাগীদের মনে। সেই রেশ কাটার আগেই ‘জওয়ান’ জ্বরে কাঁপতে শুরু করেছেন কিং খানের ভক্তরা। শুক্রবার সেই জ্বরই কয়েক গুণ বেড়ে গেল।

(আরও পড়ুন: শাহরুখের ছবিতে অভিনয়ের সুযোগ আল্লু অর্জুনের, স্রেফ এই কারণে হাতছাড়া করলেন!)

শাহরুখকে পর্দায় মারপিট করতে দেখে সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্যের ঝড়ও উঠেছে, ‘বাপ রে বাপ, এ কী সিনেমা হতে চলেছে।’ কেউ কেউ আবার এমন কথাও লিখেছেন, শাহরুখ নাকি ‘পাঠান’-এর অ্যাকশনকেও ছাপিয়ে যাবেন ‘জওয়ান’ ছবিতে। সব মিলিয়ে ধুন্ধুমার হয়েছে এই ছবির লিক হয়ে যাওয়া দৃশ্যটি নিয়ে।

(আরও পড়ুন: গোটা মুখে ব্যান্ডেজ বাঁধা, পাঠানের উন্মাদনা কমতে না কমতেই এ কী হাল শাহরুখের!)

বেশ কয়েক বছর ধরে পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ। চার বছর তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। তার পরেই ‘পাঠান’ নিয়ে ফিরে এসেছেন মেগাস্টার। এসেই ভেঙে দিয়েছেন একের পর এক রেকর্ড। এর পরে তিনি আবার ফিরে আসছেন ‘জওয়ান’ নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। ছবির পরিচালনায় অ্যাটলি।

(আরও পড়ুন: আল্লু অর্জুনের না, জওয়ানে স্ক্রিন ভাগ করবেন শাহরুখ-রাম চরণ? বাড়ছে জল্পনা)

ইতিমধ্যেই এই ছবি নিয়ে বিরাট উন্মাদনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এমন মারাত্মক অ্যাকশন হিরো অবতারে শাহরুখকে দেখা যাবে কেউ কখনও ভাবেননি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন