বাংলা নিউজ > বায়োস্কোপ > Adah Sharma: ‘গায়ে কাঁটা দিচ্ছে…', জন্মদিনে মন্দিরে বসে শিব স্তোত্র পাঠ ‘কেরালা গার্ল’ আদার

Adah Sharma: ‘গায়ে কাঁটা দিচ্ছে…', জন্মদিনে মন্দিরে বসে শিব স্তোত্র পাঠ ‘কেরালা গার্ল’ আদার

জন্মদিনে অন্য রূপে আদা শর্মা 

The Kerala Story Actress Adah Sharma: 'নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছি এখান থেকেই', শিব-ধ্যানে মগ্ন আদা। নায়িকার প্রশংসায় পঞ্চমুখ সকলে। 

‘দ্য় কেলারা স্টোরি’র সুবাদে সাফল্যের শীর্ষে আদা শর্মা (Adah Sharm)। এই বিতর্কিত ছবির জেরে আচমাকই লাইমলাইটে এই বলি অভিনেত্রী। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে রমরমিয়ে চলছে এই ছবি। বলা যায়, ‘দ্য কেরালা স্টোরি’ ভাগ্য বদলে দিয়েছে আদা শর্মার। এর মাঝেই জন্মদিনে এরদম অন্যরূপে ধরা দিলেন আদা। শিবমন্দিরে বসে শিব-স্তোত্র পাঠ করলেন অভিনেত্রী, সেই ভিডিয়ো সোশ্যালে পোস্ট করেই প্রশংসার ঝড়।

বৃহস্পতিবার (১১ মে) আদা শর্মার জন্মদিন। ৩১ পূর্ণ করলেন আদা, এদিন ইনস্টাগ্রামে নিজের ‘সিক্রেট এনার্জি’র রহস্য ফাঁস করেন অভিনেত্রী। নায়িকা জানান, তাঁর সব শক্তির উৎস দেবাদিদেব মহাদেব। ভিডিয়োতে দেখা গেল স্নান সেরে খোলা চুলে নিজের হাতে শিব পুজো করেছেন।  হলুদ-সাদা সালোয়ার কামিজ পরে মার্বেল পাথরে মোড়া শিবমন্দিরে বসে রয়েছেন আদা। তাঁর সামনে ব্রোঞ্জ ও পিতলের শিবলিঙ্গ। রয়েছে ত্রিশূলে বাঁধা শিব ডমরুও। মন্দিরের এক কোণায় বসে শিববন্দনায় লীন নায়িকা। চোখ বন্ধ করে শিব স্তোত্র পাঠ করে চলেছেন তিনি।

ভিডিয়োর বিবরণীতে তিনি লেখেন, ‘আমার শক্তির গোপন উৎস। যে শক্তি আমাকে সাহাস জোগায় ফুলের তোড়া আর নিষেধাজ্ঞা একই সঙ্গে সাদরে গ্রহণ করতে। সকলকে ধন্যবাদ আমাকে আপন করে নেওয়ার জন্য’।

আদার এই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন, ‘শেরনি' আবার কেউ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তুলনা টেনেছেন আদার। কেউ আবার আদার শিব স্তোত্রে মন্ত্রমুগ্ধ। লিখেছেন, ‘গায়ে কাঁটা দিল… কী সুস্পষ্ট উচ্চারণ, এইভাবেই এগিয়ে যাও পাশে আছি’। 

ইন্ডাস্ট্রিতে ১৫ বছর পার করে ফেলেছেন অভিনেত্রী। ‘১৯২০’ ছবির সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন আদা শর্মা। এরপর বিদ্যুৎ জামওয়ালের ‘কমান্ডো ২’ এবং ‘কমান্ডো ৩’তেও দেখা মিলেছে তাঁর। তবে ‘দ্য কেরালা স্টোরি’ যে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে আদাকে তা সত্যিই বিরল। মুক্তির প্রথম ৬ দিনে ৬৮ কোটি টাকার ব্যবসা হাকিঁয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবিতে আদার, শালিনী উন্নিকৃষ্ণণ থেকে ফাতিমা হয়ে ওঠার হাড়হিম করা গল্প উঠে এসেছে। কেমনভাবে সন্ত্রাসবাদীদের প্রেমের ফাঁদে পা দিয়ে ধর্মান্তকরণে বাধ্য হয় শালিনী, এরপর আইসিসের হাতে গিয়ে পড়ে সে তা তুলে ধরেছেন পরিচালক সুদীপ্ত সেন। এই বিতর্কিত ছবিকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিষেধাজ্ঞার প্রসঙ্গও এদিন উঠে এল আদার পোস্টে। 

নায়িকার জন্মদিনে আরও একটি সুখবর সামনে এসেছে। জানা গিয়েছে, শ্রেয়স তালপেড়ের ‘দ্য গেম অফ গিরগিট’-এ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন আদা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.