বাংলা নিউজ > বায়োস্কোপ > The Kashmir Files: কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কাহিনি মন ছুঁলো কলকাতার, বহু সিনেমাহলেই টিকিট শেষ

The Kashmir Files: কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কাহিনি মন ছুঁলো কলকাতার, বহু সিনেমাহলেই টিকিট শেষ

কলকাতাতেও নাকি সিনেমাহলে ভিড় উপচে পড়ছে। 

কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাস নিয়ে তৈরি ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার জন্য নাকি রীতিমতো উৎসাহী কলকাতার দর্শক। তেমনই দাবি করা হয়েছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। 

কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাস নিয়ে কি শুধুই ভারতের অন্য অংশের মানুষের উৎসাহ? বাঙালিদের মধ্যে কি এই ইতিহাস জানার আগ্রহ তুলনায় কম? মোটেই তা নয়। বরং উল্টোটাই। এমনই দাবি করা হয়েছে বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তরফে।

শুক্রবার মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর সেই ছবির কেন্দ্রে রয়েছে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে চলে আসার ইতিহাস। সেই গল্প দেখতে নাকি কলকাতার সিনেমাহলগুলিতে বেশ ভিড়। শনিবার সন্ধ্যায় বেশ কয়েকটি সিনেমাহলই হাউসফুল— এমন কথাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বহু মানুষ।

হিন্দুস্তান টাইমসের তরফে এই দাবির সত্যতা পুরোপুরি যাচাই করে দেখা না হলেও, একথা সত্যি কলকাতার বেশ কিছু মাল্টিপ্লেক্সের বেশ কয়েকটি শোয়ের টিকিট অনলাইনে পাওয়া যায়নি। শনিবার ছাড়াও রবিবারের বেশ কয়েকটি শোয়ের অনলাইন টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে অনলাইনে টিকিট বিক্রেতাদের তরফে।

আগামী দিনে এই ছবি আরও কতটা ব্যবসা করতে পারবে, তার উত্তর দেবে সময়। কিন্তু প্রথম দু’দিনের পরিস্থিতি দেখে আন্দাজ করাই যায়, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মোটেই কলকাতার দর্শকদের মন পেতে ব্যর্থ হয়নি।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁরা টিকিট কাটতে গিয়েও হাউসফুল দেখে চলে এসেছেন। পরের দিনের টিকিট পেতেও লড়াই করতে হয়েছে। শনিবার এভং রবিবার পেরিয়ে গেলে আরও পরিষ্কার হবে এই ছবি কতটা বাণিজ্য করতে পারছে এবং আগামী দিনে আরও কত বেশি মানুষের কাছে পৌঁছোবে এই ছবি।

বন্ধ করুন