OTT Play Awards: বলিউড তো বটেই, সারা দেশের নামজাদা তারকারা হাজির এই মঞ্চে। পুরস্কারও তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে, দেখে নিন ছবি।
1/5ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২। শনিবার অনুষ্ঠিত হয়েছে এই অ্যাওয়ার্ড শো। দেশের নামী-দামী তারকারা হাজির হয়েছিলেন এই মঞ্চে। সারা বছর জুড়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁদের একাধিক ভালো ভালো ছবি। বেস্ট অ্যাক্টর ফিমেল-পপুলার (সিরিজ) অ্যাওয়ার্ড পেয়েছেন রবিনা ট্যান্ডন (আরণ্যক) (ছবি সৌজন্যে OTT Play Awards)
2/5ওটিটি প্লে অ্যাওয়ার্ডসের মঞ্চে হাজির হয়েছিলেন সারা আলি খান থেকে, নেহা ধুপিয়া, রবিনা ট্যান্ডন সহ আরও অনেক তারকা। দুর্দান্ত ফ্য়াশনেবল লুকে ধরা দিয়েছেন তাঁরা।
3/5বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল(সিরিজ) পুরস্কার পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (আরণ্যক)। এমনই টুকরো মুহূর্তের কিছু ছবি রইল।