বছর শেষের আগেই নতুন ধামাকা নিজে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন অভিনেতা কার্তিক আরিয়ান। আগামী ২রা ডিসেম্বর সরাসরি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে কার্তিক অভিনীত ‘ফ্রেডি’ (Freddy), ছবির টিজার মুক্তি পেল সোমবার।
মাত্র কয়েক সেকেন্ডের ঝলকেই বাজিমাত করলেন কার্তিক। এই ছবিতে একবারে চুপচাপ, শান্তশিষ্ট, অন্তর্মুখী দন্ত চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে কার্তিককে। কিন্তু সেই দন্ত চিকিৎসক ফ্রেডি গিনওয়ালা আদতে একজন মানসিক রোগী। দিনের বেলায় ডাক্তারের ভেক ধরে থাকে সে, আর রাতের অন্ধকারে মানুষ করে। পরিচালক শশাঙ্ক ঘোষের এই ছবিতে সিরিয়াল কিলার হিসাবে দেখা যাবে কার্তিককে।
এই ছবিতে প্রথমবার ছক ভাঙছেন কার্তিক। পুরোপুরি নেগেটিভ রোলে এর আগে কখনও দেখা যায়নি নায়ককে। টিজারের শুরুতে উঠে এল ফ্রেডির একাকীত্ব, তাঁর নাভার্সনেস। তার মাঝেই মন দিয়ে দাঁতের চিকিৎসাও করতে দেখা গেল ফ্রেডিকে। তবে তাঁর এই চেহারাটা শুধু দিনের জন্য, সূর্য ডুবলেই ফ্রেডির জীবনেও নেমে আসে অন্ধকার। রাতের বেলা জঙ্গলের মধ্যে মানুষ খুন করে লাশ গায়েব করতে দেখা গেল ফ্রেডি-কে।
এই টিজার শেয়ার করে কার্তিক লেখেন- ‘ফ্রেডির দুনিয়ায় আপনাকে স্বাগত, অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে আগামী ২রা ডিসেম্বর থেকে’। ‘ভুল ভুললাইয়া ২’-এর বক্স অফিস সাফল্যের পর এটাই হতে চলেছে কার্তিকের পরবর্তী রিলিজ। ‘ফ্রেডি’তে কার্তিক ছাড়াও রয়েছেন আলিয়া এফ।
এই মুহূর্তে কার্তিকের হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে পরিচালক রোহিত ধাওয়ানের ‘শেহজাদা’ ছবিতে। ছবিতে কার্তিক রোম্যান্স করবেন ‘লুকা ছুপ্পি’ কো-স্টার কৃতি শ্যাননের সঙ্গে। অন্যদিকে কিয়ারা আডবানির সঙ্গে জুটি বেঁধে ‘সত্য প্রেম কি কথা’ নিয়ে হাজির হবেন কার্তিক। এছাড়াও কার্তিকের ঝুলিতে রয়েছে মিউজিক্যাল ছবি ‘আশিকী ৩’।