বাংলা নিউজ > বায়োস্কোপ > Anirban Chakrabarti: গান্ধী-হরিলালের দ্বন্দ্ব এবার ভরা মঞ্চে! অনির্বাণ-সুজন নীল আনছেন 'মহাত্মা বনাম গান্ধী' নাটক

Anirban Chakrabarti: গান্ধী-হরিলালের দ্বন্দ্ব এবার ভরা মঞ্চে! অনির্বাণ-সুজন নীল আনছেন 'মহাত্মা বনাম গান্ধী' নাটক

অনির্বাণ-সুজন নীল আনছেন মহাত্মা বনাম গান্ধী

Anirban Chakraborti: গান্ধীজি হয়ে মঞ্চে আসছেন অনির্বাণ চক্রবর্তী। সংঘাতে নামবেন সুজন নীলের সঙ্গে। কিন্তু কেন? চেতনা নাট্যদলের নতুন নাটক মহাত্মা বনাম গান্ধীতে উঠে আসবে কোন সত্য?

একজন বাবার কাছে দেশ আগে না সন্তান? বিশেষ করে সেই বাবা যদি জাতির জনক হন? কাকে তিনি আগে রাখবেন? এই প্রশ্ন বোধহয় নিজের গোটা জীবনেও মহাত্মা গান্ধী পাননি। যদিও এই ইতিহাস বরাবর পর্দার আড়ালে থেকে গিয়েছে। বাবার আদর, স্নেহ পাওয়ার জন্য ছটফট করেছেন গান্ধীজির বড় ছেলে হরিলাল। কিন্তু তিনি কি সেই আদর বা ভালোবাসা পেয়েছিলেন? আদতে তিনি তো সবার বাপু ছিলেন। আর সবার বাপুর ভালোবাসা সবার মধ্যেই ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু তাঁকে দোষ দেওয়া যায় কি এতে? তিনি যে জাতির জনক, মহাত্মা। দেশ, দেশবাসীকে ফেলে কী করে নিজের সন্তানকে আগে রাখেন তিনি? এক বাবা এবং তাঁর বড় সন্তানের মধ্যে যে টানাপোড়েন সেটাই দেখা যাবে নতুন নাটক মহাত্মা বনাম গান্ধীতে। এটি চেতনা নাট্যদল নিয়ে আসছে।

কিন্তু হঠাৎ পিতা বনাম পুত্র কেন? এই বিষয়ে এই ছবির অন্যতম অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় বলেন, 'তিনি যেমন একদিকে মহাত্মা, বা জাতির জনক। গোটা বিশ্বের কাছে বাপু। তেমনই তিনি তাঁর সন্তানদের কাছে বাবা। এই নাটকে উঠে আসবে জাতির জনক বাপু এবং হরিলালের বাবার মধ্যে যে দ্বন্দ্ব দেখা গিয়েছিল সেই কাহিনি। ছেলের সঙ্গে গান্ধীজির ভাবনা বা আদর্শের কোনও মিল ছিল না, তাঁদের মধ্যে যে নানা সমস্যা তৈরি হয়েছিল সেটা এখানে ফুটে উঠবে।'

তার মানে কি জাতির জন্য লড়াই করতে গিয়ে তিনি কি একজন বাবা হিসেবে ব্যর্থ হয়েছিলেন? এই বিষয়ে তিনি বলেন, 'বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন হরিলাল। মূলত আদর্শগত ভাবে। তাঁদের দূরত্ব ভীষণ বেড়ে গিয়েছিল। যদিও গান্ধীজির মৃত্যুর মাত্র ৬ মাসের মধ্যে তিনিও মারা যান। সেই ঘটনাও দেখা যাবে এই নাটকে।'

এই নাটকে কি দেখা যাবে তবে বাবা ছেলের দ্বন্দ্ব নাকি ইতিহাস? এই বিষয়ে সুজন নীল বলেন, 'ইতিহাস সব নাটকেই থাকে, সে মেফিস্টো হোক বা ব্যারিকেড। কিন্তু এই নাটকে দেখা যাবে বাবা-ছেলের দ্বন্দ্বের কথা। একটা চেনা গল্প দেখতে এসে ইতিহাস জানবেন দর্শকরা।'

এটি একটি তিন ঘণ্টার নাটক। অজিত দলভী এই উপন্যাসের নাট্যরূপ লিখেছিলেন। সেটার ভিত্তিতেই অরুণ মুখোপাধ্যায় এই নাটক লিখেছেন। প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন নাটকের আবহসঙ্গীত। এর আগে এই নাটক নানা ভাষায় হয়েছে। কিন্তু বাংলায় এই প্রথমবার।

এখানে গান্ধীর চরিত্রে থাকবে অনির্বাণ চক্রবর্তী, এবং হরিলালের চরিত্রে অভিনয় করবেন সুজন নীল মুখোপাধ্যায়। অন্যদিকে কস্তুরবা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন নিবেদিতা মুখোপাধ্যায় এবং গুলাব গান্ধী, হরিলালের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মেরি আচার্যকে। তবে অনির্বাণকে তো গান্ধীর মতো দেখতে নন। তবে? কীভাবে এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন তিনি? অভিনেতার কথায়, 'চলচ্চিত্রে ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য বাইরের চেহারার সাদৃশ্য থাকা যতটা জরুরি নাটকে ততটা প্রয়োজন হয় না। নাটকটার মধ্যে দিয়ে যা বলতে চাওয়া হয়েছে সেটাই থিয়েটারের মঞ্চে বেশি জরুরি। দর্শকরাও অনেক কিছু মেনে নেন এই পরিবর্তনের সীমাবদ্ধতার কথা ভেবে। নইলে আমরাও তো প্রস্থেটিক মেকআপের কথা ভাবতাম।' এছাড়া তিনি নিজেকে তৈরি করতে নানা উপন্যাস পড়ছেন, অন্যান্য রেফারেন্স দেখছেন।

জানা গিয়েছে গ্রুপ থিয়েটারের ৭৫ বছর উপলক্ষ্যে রবীন্দ্র সদনে ৮টি নতুন নাটক দেখানো হবে মুখোমুখি নাট্যদলের উদ্যোগে। মুখোমুখি নাট্যদলের এই বছর ৩০ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষ্যে আগামী ১৯ এপ্রিল মহাত্মা বনাম গান্ধী নাটক মঞ্চস্থ হবে প্রথমবার।

বায়োস্কোপ খবর

Latest News

'বাথরুমেও শিকল…', আমেরিকা থেকে সন্তানকে নিয়ে যেভাবে ফিরেছেন অবৈধবাসী লাভপ্রীত ভালোবাসা ফুটে উঠুক গোলাপের মতো, রোজ ডে’তে সঙ্গীকে বানিয়ে খাওয়ান এই ‘গোলাপ কেক’ ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বুমরাহ? উত্তর মিলতে পারে ২৪ ঘন্টার মধ্যেই! ডেটে যাওয়ার আগে কী কী মাথায় রাখবেন? প্রেম বাড়ানোর জন্য রইল টিপস সঙ্গীকে আবেগে ভরান, গোলাপ দিবসে বলে ফেলুন কয়েক প্রেমের কথা 'সুস্মিতার প্রেমিক' তকমায় পরিচিত হতে বিরক্ত হতেন? কী বললেন রোমান? শোনা যায় প্রেম ছিল দুঙ্গারপুরের রাজার সাথে! করেননি বিয়ে,তবু কেন সিঁদুর পরতেন লতা প্রতিদিন ডাবের জল পান করলে কী হয়? জেনে নিন ৬টি কথা ৪০এ পা দিয়েছেন রোনাল্ডো, একঝলকে তাঁর কিছু বিরল রেকর্ড টাটা সন্সের প্রধান হলেও উইলে নেই নোয়েলের নাম, সৎ ভাইকে নিয়ে কী ভাবতেন রতন?

IPL 2025 News in Bangla

ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.