শিল্পা শেট্টির সঙ্গে পর্দায় রাজপাল যাদবের জুটি কেমন লাগবে পর্দায়? 'হাঙ্গামা ২' ছবিতে পরেশ রাওয়ালের বদলে যদি তাঁর সঙ্গেই জুটি বাঁধতেন এই বলি-নায়িকা তাহলে ব্যাপারখানা কেমন হতো তাই নিয়েই এবার মুখ খুললেন রাজপাল যাদব স্বয়ং।
প্রায় দু'দশক ধরে বলিউডে জমিয়ে অভিনয় করে চলেছেন রাজপাল। কৌতুক অভিনেতা হিসেবে তাঁর খ্যাতি সর্বজনবিদিত। শাহরুখ থেকে সলমন সবার সঙ্গেই এতটুকুও না দমে রীতিমতো দাপিয়ে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। প্রিয়দর্শন পরিচালিত 'হাঙ্গামা ২' তেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাজপালকে। এই ছবিতেই রাজপাল ছাড়াও দেখা যাবে পরেশ রাওয়াল, শিল্প শেট্টি, মিজান জাফরি এবং প্রণিতা সুভাষ। রয়েছেন আশুতোষ রানা, টিকু তালসানিয়া এবং অন্যান্যরা। এই ছবির মাধ্যমে প্রায় এক দশক পরে বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন শিল্পা।
সম্প্রতি, আর জে সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজপালকে জিজ্ঞেস করা হয়েছিল এই ছবিতে শিল্পার সঙ্গে জুটি বাঁধার কথা কখনও তিনি ভেবেছিলেন কি না? এ প্রশ্ন শোনামাত্রই হেসে ফেলেন রাজপাল। তারপর কোনও রাখঢাক না রেখেই হাসতে হাসতে জবাব দেন,' শিল্পার সঙ্গে যদি আমি জুটি বাঁধতাম তাহলে আর দেখতে হতো না। উল্টে এমন অবস্থা হতো যে ছবিখানাই আর তৈরি হতো না। তাই আমার মনে হয় পরিচালক একেবারে ঠিকঠাক চরিত্র নির্বাচন করেছেন। শিল্পার উল্টো দিকে আমাকে রাখলে আমি হয়তো অভিনয়ে নিজের সেরাটা দিতে পারতাম না। হয়তো এমন কিছু করে বসতাম গোটা ছবিটাই বানচাল হয়ে যেত।'
প্রসঙ্গত, ২০০৩ সালে প্রিয়দর্শন পরিচালিত 'হাঙ্গামা' ছবিতেও অভিনয় করেছিলেন রাজপাল। সে ছবিতে পরেশ রাওয়াল, রিমি সেন, অক্ষয় খান্না। আফতাব শিবদাসানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছিল তাঁকে। তবে সেই 'হাঙ্গামা'-র সঙ্গে এই 'হাঙ্গামা ২' ছবির মিল কেবলমাত্র মেজাজে। গল্পে বা চিত্রনাট্যে যে কোনও মিল নেই সেকথা জানিয়েছিলেন প্রিয়দর্শন স্বয়ং। ২৩ জুলাই Disney+ Hotstar-এ মুক্তি পাবে এই কমেডি সিক্যুয়াল।