বাংলা নিউজ > বায়োস্কোপ > Tithi Basu: 'আমার ছবি দিয়ে ভাইরাল হতে চাইলে..', ট্রেনে যাত্রীদের ‘গালি দেওয়া’ নিয়ে পালটা জবাব মা সিরিয়ালের ‘ঝিলিক’ তিথির

Tithi Basu: 'আমার ছবি দিয়ে ভাইরাল হতে চাইলে..', ট্রেনে যাত্রীদের ‘গালি দেওয়া’ নিয়ে পালটা জবাব মা সিরিয়ালের ‘ঝিলিক’ তিথির

ট্রেনে গান চালানো-গালিগালাজের অভিযোগ তিথির বিরুদ্ধে!

সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে গান চালিয়ে বিপাকে পড়লেন ‘মা’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী তিথি বসু। ট্রেনে অন্য যাত্রীদের বিরক্ত করা থেকে শুরু করে গালিগালাজ করা -সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে।

সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে গান চালিয়ে বিপাকে পড়লেন ‘মা’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী তিথি বসু। ট্রেনে অন্য যাত্রীদের বিরক্ত করা থেকে শুরু করে গালিগালাজ করা -সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে। ট্রেনে তিথির কামড়ায় থাকা এক সহযাত্রী তাঁর বিরুদ্ধে এই সব অভিযোগ করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। আর সেই পোস্ট চোখে পড়তেই তা নিয়ে মুখ খুললেন তিথি। ঘটনা কী ঘটেছে তা সবটা তিনি ভিডিয়োর মাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ঘটনা কী ঘটেছে?

রবিবার একটি ভ্রমণ সংক্রান্ত পেজে তিথি বসুর একটি ছবি পোস্ট করে তাঁর বিরুদ্ধে তাঁরই এক সহযাত্রী ট্রেনে অন্য যাত্রীদের বিরক্ত করা থেকে শুরু করে গালিগালাজ করা -সহ একাধিক অভিযোগ এনেছেন।

আরও পড়ুন: দর্শকদের সামনে মঞ্চের উপরই ঠোঁটঠাসা চুমু নিক-প্রিয়াঙ্কার! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল

তিনি তিথির ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এই মুহুর্তে আমি কালকা যাওয়ার জন্য নেতাজি এক্সপ্রেসে রয়েছি। আমাদের কামড়ায় সহযাত্রী হিসেবে রয়েছেন শিশু, বৃদ্ধ, মহিলা এবং একদল তরুণ-তরুণী। এই তরুণ তরুণীদের মধ্যে দুজন ব্লগারও রয়েছেন। কিন্তু এই ব্লগাররা জানে না যে, তাঁদের পাবলিকপ্লেসে উল্লাস করার অধিকার আছে কিনা। উঁচু আওয়াজে চিৎকার, গান আর হট্টগোল, হাসি সব মিলিয়ে এমনই করছেন তাঁরা যে আশপাশে থাকা অন্য যাত্রীদের কথা ভাবছেনই না। তাঁদের এই আচরণে সত্যি আমি স্তম্ভিত। বারবার অনুরোধ করার পরও তাঁরা চিৎকার করেই যাচ্ছেন, জোরে জোরে গান চালাচ্ছেন। এই নিয়ে বলতে গেলে তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। আমি জানি না এটা কীভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এই মেয়েটিকে দেখছেন, এ সবচেয়ে বাজে ভাষা ব্যবহার করেছিল।’

এই পোস্ট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই খুব স্বাভাবিক ভাবেই হয়েছে ভাইরাল। তিথিকে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে এই সব শুনে চুপ করে থাকার মেয়ে নন তিথি। তাই মাঝ রাতে ঘুম থেকে উঠে একটি ভিডিয়ো বানিয়ে তাঁর দিক থেকে ঘটনা কী ঘটেছে সেই নিয়ে মুখ খোলেন নায়িকা।

আরও পড়ুন: সামনে সুশান্তের মামলার রিপোর্ট, রিয়ার কাছে সকলকে ক্ষমা চাইতে বললেন দিয়া মির্জা!

ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি নেতাজি এক্সপ্রেসেই আছি। আমার ছবি নিয়ে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে। পোস্টে ব্যবহার করা ছবিতে আমি আধো আধো মুখ করে আমি একজনের দিকে তাকিয়েছিলাম। সেই ছবিটা দিয়ে লেখা হয়েছে আমি নাকি যাত্রীদের বিরক্ত করেছি, গালিগালাজ করেছি। পোস্টটা খুব ভাইরালও হয়েছে। যদি আমার ছবি দিয়ে কেউ ভাইরাল হতে চান তবে হোন। কিন্তু আমি তো জানি লোকজন শিক্ষিত, কিন্তু আজ বুঝলাম যে মানুষজন দু'পক্ষের কথা না শুনেই নানা মন্তব্য করতে শুরু করে দেন। কোনও পরিচিত মুখ দেখেছে, তার মধ্যে ফিল্ম ইন্ড্রাস্ট্রির মেয়ে তকমা লেগে গিয়েছে মানেই সে খারাপ।’

এরপর তিথি ট্রেনে তাঁদের গান চালানোর কথা স্বীকার করে বলেন, ‘আমারা দুপুর থেকে ট্রেনে গান চালাচ্ছিলাম। সকাল থেকে কেউ গান চালাইনি। কিন্তু গান চালানোর পর থেকে আমাদের গান আস্তে করতে বলা হয়েছিল। আমরা গানের আওয়াজও কমিয়ে দিয়েছিলাম। তবে যাঁরা আমাদের বলেছিলেন তাঁরা অনেকক্ষণ আগেই ট্রেন থেকে নেমে গিয়েছেন। যাঁরা পোস্টটি করেছেন তাঁরা কেউ আমাদের এসে গান নিয়ে কোনও কথাই তখন বলেননি। যাইহোক, তারপর দুপুর ৩টে সাড়ে ৩টের পর থেকে গান বন্ধ হয়ে যায়।’

এরপর অভিনেত্রী বিকেলে কী ঘটেছে তা জানিয়ে বলেন, ‘তারপর বিকেলে আমাদের কামড়ায় যাঁরা ছিলেন তাঁরা আমাদের সঙ্গে হইহই করছিলেন। সিমলা ঘুরতে যাওয়া হচ্ছে বলে সকলে একসঙ্গে মজা করছিলাম। কিন্তু তখনও এসে এক মহিলা বলেন, গান কেন চলছে? তখন আমারা বলি যে আমরা গান বন্ধ করব না, কিন্তু আস্তে করতে পারি। আর তখন তাঁদের সঙ্গে খুব ভদ্র ভাবেই কথা বলেছি। তারপর তিনি আরপিএফকে অভিযোগ জানান, আমাদের গান বন্ধ করিয়ে দেন। আমারা বন্ধও করে দিই। তারপর আমরা মজা ঠাট্টা করেছি। আমাদের সঙ্গে একজন বয়স্ক মানুষ বসেছিলেন, তিনি আমদের সঙ্গে মজা করছিলেন। অন্যান্য কামড়া থেকেও অনেকে আসছিলেন আমাদের সঙ্গে ছবি তুলছিলেন, মজা করছিলেন। কিন্তু যাঁরা পোস্টটা করেছেন তাঁরা কোনও পক্ষেই ছিলেন না। কিন্তু তাঁরা হঠাৎ করে পোস্ট করে দিয়েছেন।’

কিন্তু সত্যি কি গালিগালাজ করেছিলেন পর্দার 'ঝিলিক'? এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এই যে বলা হচ্ছে, ‘তিথি বসু গালিগালাজ করেছেন’ আপনাদের একটা কথা খুব পরিষ্কার করে বলছি, এখানে আরও অনেকেই ছিলেন। হ্যাঁ আমি মানছি একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলায় আমিও জড়িয়ে পড়েছিলাম। আমিও একজন মানুষ। আমি কেবল পরিচিত মুখ বলে কোথাও অন্যায় দেখে প্রতিবাদ করব না, তা তো হতে পারে না। যাঁরা পোস্টটা করেছেন তাঁরাই বরং আমাদের সঙ্গে খুব খারাপ ভাবে অপমান করে কথা বলেছিলেন। আমরা ভালো করে কথা বললে তা তাঁরা পাত্তাই দেননি। তারপর আমরাও ওঁদের মতো করে কথা বলেছি। আমিও করেছি। কারণ আমার একটা কথা মনে হয়, সম্মান সেই পাওয়ার যোগ্য যে সম্মান করে। আমি আমার সব কথা বললাম। এবার আপনাদের যা মনে হয় আপনারা ভাবতে পারেন।’

কে কী বলছেন?

তবে নায়িকার ভিডিয়ো প্রকাশ্যে আসতে বেশির ভাগ নেটিজেন তাঁর বিপক্ষেই কথা বলেছেন। একজন বলেন, 'আপনি কখনওই ট্রেনে গান বাজাতে পারেন না। অন্যদের জোর করতে পারেন না গান শুনতে। কেউ শান্তিপূর্ণ ভাবেও যেতে চাইতে পারেন। অনেকেই শব্দ সহ্য করতে পারে না। তাছাড়া, কিছু নিয়ম আছে। আপনার বক্তব্য বোকা বোকা। নিয়মগুলো আগে জেনে নিন, সে আপনি যেই হন না কেন।' আর একজন লেখেন, ‘আমরা উত্তরবঙ্গের প্রায় নিত্যযাত্রী। কর্ম সূত্রে প্রায়ই যাওয়া-আসা করতে হয়। ওখানে গিয়ে অফিসের কাজ থাকে। সেজন্য রাতের ঘুমটা খুবই জরুরি। কিন্তু এইরকম লোকজনের জন্য সারাটা দিন খারাপ যায়। এগুলোর বিরুদ্ধে কঠোর নিয়ম আনা দরকার।’

আর একজন অভিনেত্রীকে কটাক্ষ করে লেখেন, ‘আপনি কে? নিজেকে পরিচিত মুখ বলছেন?’ আর একজন বেশ বিরক্ত হয়ে লিখেছেন, ‘আপনি অন্তত ছবি তোলার মত তারকা নন, কিছু মনে করবেন না বার বার নিজেকে চেনা মুখ বলছেন তাই বললাম। হেডফোন ব্যবহার করতে পারতেন, ওটা পাবলিক প্লেসে। পাবলিক ট্রান্সপোর্টের কিছু নিয়মাবলী আছে।’

বায়োস্কোপ খবর

Latest News

ক্রীড়াবিদরা টাকা নিয়ে হিসেব দিচ্ছে না! ৮ কোটি খরচের কোনও বিল না পেয়ে বিরক্ত SAI তেলেঙ্গানা হাইকোর্টের স্থগিতাদেশ,উপ্পল স্টেডিয়ামের স্ট্যান্ড থাকছে আজহারের নামেই সত্যিই কি দিঘায় আমিষ নিষেধ? কুণালের লাঞ্চে এসব কী! দেখুন ছবি, 'হতাশ সিপিএম!' ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে? অক্ষয় তৃতীয়ার ভোরে মাহেশে শুরু জগন্নাথদেবের চন্দনযাত্রা, নামল ভক্তদের ঢল চিন্ময় প্রভুর জামিন স্থগিতের আবেদন! দুপুরে আশা, সন্ধ্যায় নিরাশা বিয়ে করলেন ‘ফুলকি’র ‘স্যার’! শার্লির গলায় মালা দিয়েই কোন গান গাইলেন অভিষেক? ‘আমি মাইলস্টোনের জন্য খেলিনা! ব্যাটিং স্টাইল বদল করব না’! বিরাটকে খোঁচা রোহিতের? বন্ধ মন্দিরে জ্বলতে থাকে অখণ্ড জ্যোত, অক্ষয় তৃতীয়ায় খুলছে বদ্রীনাথ ধামের দরজা ‘পৃথিবী গড়়ার কারিগর…’ আন্তর্জাতিক শ্রম দিবসে শুভেচ্ছাবার্তা পাঠান পরিচিতদের

Latest entertainment News in Bangla

ছোট্ট একটি বাচ্চার সঙ্গে নাচতে ব্যস্ত রাজ কাপুর, চিনতে পারছেন ছবির এই শিশুটিকে? 'পুরো মায়ের মতো…', ৫ মাসে ভাত খেল কৃষভি! অন্নপ্রাশনে মেয়েকে কী দিলেন কাঞ্চনরা? 'শুধু কেঁদেই চলেছি...', পহেলগাঁও হামলা উসকে দিল শৈশবের স্মৃতি! কী বললেন ভারতী? গানের সুরে বৈশাখী উৎসব জমাবেন আদৃত, রান্নাঘর সামলাবে ফুলকি-আনন্দী!থাকছে আর কী কী পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি অজিত, কেমন আছেন এখন? ঋষি কাপুরের না থাকার ৫ বছর, জানেন কি বিয়ের দিন জ্ঞান হারিয়েছিলেন অভিনেতা? কেন? অভিষেক-শার্লি বিয়ে নিয়ে ট্রোলের বন্যা! ‘কর্মা বিগিনস নাউ’,কটাক্ষ প্রাক্তন সুরভীর 'ভয়টা ওখানেই…,' কী নিয়ে ভীত পর্দার 'ডামরি' পার্নো? অগ্রিম বুকিং শুরু হতেই 'ময়দান'কে টপকে গেল রেইড ২! কত আয় হল অজয়ের ছবির? সানি নয়, ‘জাট’ ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? দক্ষিণের এক বড় নাম

IPL 2025 News in Bangla

রিঙ্কুকে কেন চড় মেরেছিলেন কুলদীপ? বিতর্কের মাঝে পালটা নতুন ভিডিয়ো পোস্ট করল KKR ভাগ্যিস আমার জন্মদিন IPL-এর সময়ে হয়… কেন এমন দাবি রোহিতের? ভাইয়ের অপমানের বদলা নিলেন বিরাটের দাদা বিকাশ! মঞ্জরেকরের সমালোচনায় কোহলি আইনি প্যাঁচে ফেঁসেছে IPL 2025-এর রোবট কুকুর ‘চম্পক’! দিল্লি হাই কোর্টে উঠল মামলা ৩৮ পেরিয়ে ৩৯এ পা হিটম্যানের! শুভেচ্ছার জোয়ারে ভাসছেন T20 বিশ্বকাপজয়ী অধিনায়ক পরের মরশুমে IPL-এ খেলো না… ধোনিকে বাস্তবটা চোখে আঙুল দিয়ে দেখালেন অজি প্রাক্তনী ধনশ্রীকে ডিভোর্স দেওয়ার পরে মুম্বইয়ে ভাড়ার ফ্ল্যাটে উঠলেন যুজবেন্দ্র চাহাল রাহানের হাতের স্ক্যান করা হবে! তাহলে কি নাইট ক্যাপ্টেনের চোট গুরুতর? আচমকাই রিঙ্কুর গালে থাপ্পড় কুলদীপের, রেগে লাল KKR তারকা, উঠছে নির্বাসনের দাবি জন্মদিনে জয়! DC-র বিরুদ্ধে মাঠে নামার আগে KKR-এর টিম মিটিংয়ে কী বলেছিলেন রাসেল?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.