ভক্তদের ভালোবাসায় জনপ্রিয়তা বাড়ে তারকাদের। প্রিয় তারকাদের একবার চোখের দেখা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভক্তদের ব্যবহার তারকাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। শিল্পী জগত হোক বা ক্রীড়া জগত, এমন উদাহরণ বহুবার দেখা গেছে বহু জায়গায়। তবে আজ এমন কয়েকজন তারকাদের কথা বলা হবে যারা এই পরিস্থিতির মধ্যে পড়লেও মাথা ঠান্ডা করে সামলেছেন গোটা ব্যাপারটা।
অক্ষয় কুমার: অক্ষয় কুমার এবং ইমরান হাসমি অভিনীত ‘সেলফি’ সিনেমার প্রমোশনের জন্য মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। ওই অনুষ্ঠানে হঠাৎই এক মহিলা অক্ষয়কে অপ্রত্যাশিতভাবে স্পর্শ করেন। মূলত সেলফি তোলার জন্যই অক্ষয় কুমারের ভীষণ কাছাকাছি চলে আসেন ওই মহিলা। আচমকা ওই পরিস্থিতির মধ্যে পড়ে অক্ষয় পুরোপুরি চুপ হয়ে যান, নড়াচড়া পর্যন্ত করেন না।
এমসি স্ট্যান: গত ২৬ অগস্ট মুম্বইয়ে দহি হান্ডি উৎসবে উপস্থিত ছিলেন বিখ্যাত র্যাপার এমসি স্ট্যান। ওই অনুষ্ঠানে হঠাৎ করেই এক অনুরাগী এমসি স্ট্যানের ভীষণ কাছাকাছি চলে আসেন অনুমতি ছাড়াই। ঘটনায় স্ট্যান হকচকিয়ে গেলেও পরবর্তীকালে শান্তভাবে পরিস্থিতি সামাল দেন তিনি। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সকলেই স্ট্যানের ধৈর্যের প্রশংসা করেছেন।
(আরও পড়ুন: লালবাউগচা মন্দিরে খালি পায়ে গণপতিকে প্রণাম ভিকির! আসন্ন ছবির জন্য প্রার্থনা?)
হেমা মালিনী: গত ২১ আগস্ট মুম্বইয়ে একটি অ্যালবাম লঞ্চ ইভেন্টে অভিনেত্রী তথা রাজনীতিবিদ হেমা মালিনী অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। ওই অনুষ্ঠানে এক মহিলা ভক্ত অভিনেত্রীর সম্মতি ছাড়াই অভিনেত্রীর কাঁধে হাত রাখার চেষ্টা করেন। গোটা ঘটনায় হেমা মালিনী ভীষণভাবে বিরক্ত হন।
বিদ্যা বালান: গত ২৭ ফেব্রুয়ারি প্রয়াত গজল শিল্পী পঙ্কজ উদাসকে শেষ সম্মান জানানোর জন্য তাঁর বাসস্থানে গিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। প্রয়াত শিল্পীর বাসস্থানের সামনে এক ভক্ত জোর করে সেলফি তোলার চেষ্টা করেন অভিনেত্রীর সঙ্গে। অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার পরেও বিদ্যা বালান ভীষণভাবে সংযত থাকেন এবং বারবার সকলকে বারণ করেন সেলফি না তুলতে।
অভিষেক কুমার: গত ১৭ ফেব্রুয়ারী অভিষেক কুমারের এক ভক্ত হঠাৎ করেই তাঁর গাড়ির মধ্যে ঢুকে পড়েন সেলফি তোলার জন্য। কুমারের কোনও অনুমতি ছাড়াই ওই ব্যক্তি হঠাৎ করেই গাড়ির মধ্যে প্রবেশ করে। ঘটনায় প্রাথমিকভাবে হকচকিয়ে গেলেও কুমার যথাসম্ভব শান্ত ছিলেন এবং ওই ভক্তকে গাড়ি থেকে বেরিয়ে যেতে অনুরোধ করেন। সব থেকে বড় কথা, এত কিছু হওয়ার পরেও কিন্তু অভিষেক কুমার ওই ভক্তের সঙ্গে সেলফি তোলেন এবং তাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন।
(আরও পড়ুন: কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন! ইশানের হট ফটোশ্যুট দেখে কী বলছে নেটপাড়া?)
ববি দেওল: গত ৩০ জানুয়ারি ববি দেওল যখন নিজের জন্মদিন উদযাপন করার জন্য ভক্তদের সামনে এসে দাঁড়ান তখন হঠাৎ করেই এক মহিলা ভক্ত সেলফি তুলতে গিয়ে ববি দেওলের গালে চুমু দেন। আকস্মিক ওই ঘটনায় উপস্থিত সকলে ভীষণভাবে অবাক হয়ে যান। গোটা ঘটনাটি ববি যেভাবে শান্তভাবে হ্যান্ডেল করেন এবং যেভাবে ওই মহিলা ভক্তকে চুম্বনের জন্য ধন্যবাদ জানান, তা দেখে ববির প্রশংসায় পঞ্চমুখ খান সকলে।